ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এইচপি ব্যাটিং কোচের তালিকায় এগিয়ে হান্নান সরকার ও রাজিন সালেহ

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / ১৮০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এইচপি দলের জন্য স্থানীয় ব্যাটিং কোচ খোঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতিমধ্যে দু‘জনের নাম জোরালোভাবে উঠে আসছে। তার মধ্যে একজন হচ্ছেন হান্নান সরকার, অন্যজন রাজিন সালেহ। ক্রিকেটাঙ্গনে গুঞ্জন এই দুই সাবেকে জাতীয় দলের ক্রিকেটারের মধ্যে একজনকেই দেখা যাবে ব্যাটিং কোচের দায়িত্বে। দু‘জনেরই অতীতে এইচপির হয়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। এদিকে জাতীয় দলের হয়ে আপাতত ব্যাটিং বিভাগের দেখাশোনা করছেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

গেল বছরের শেষ দিক থেকেই বাংলাদেশে ছিলেন না ডেভিড হেম্প। ছুটি কাটাচ্ছিলেন পরিবারের সঙ্গে। তাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে সফর শেষ করে বাংলাদেশ ক্রিকেট। যদিও বিসিবি’র সঙ্গে হেম্পের চুক্তি রয়েছে আরও এক বছর তথা ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। যে কারণে এই কোচকে আবারও দেশে ফিরিয়ে এনেছে বিসিবি। তবে এবার হেম্প কাজ করবেন বাংলাদেশ দলের সঙ্গে দুই বিভাগে।

আগামী মাসে বাংলাদেশ নারী দলের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব রয়েছে। সেখানে ব্যাটিং কোচের ভূমিকায় দেখা যাবে হেম্পকে। পরে যোগ দিবেন বিসিবির হাই পারফর্মম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ হিসেবে। আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা এইচপি দল। সেই সিরিজের আগে এইচপির সব বিভাগের জন্য কোচিং স্টাফ নিয়োগ দিতে চায় বিসিবি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এইচপি ব্যাটিং কোচের তালিকায় এগিয়ে হান্নান সরকার ও রাজিন সালেহ

আপডেট সময় : ১০:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

এইচপি দলের জন্য স্থানীয় ব্যাটিং কোচ খোঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতিমধ্যে দু‘জনের নাম জোরালোভাবে উঠে আসছে। তার মধ্যে একজন হচ্ছেন হান্নান সরকার, অন্যজন রাজিন সালেহ। ক্রিকেটাঙ্গনে গুঞ্জন এই দুই সাবেকে জাতীয় দলের ক্রিকেটারের মধ্যে একজনকেই দেখা যাবে ব্যাটিং কোচের দায়িত্বে। দু‘জনেরই অতীতে এইচপির হয়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। এদিকে জাতীয় দলের হয়ে আপাতত ব্যাটিং বিভাগের দেখাশোনা করছেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

গেল বছরের শেষ দিক থেকেই বাংলাদেশে ছিলেন না ডেভিড হেম্প। ছুটি কাটাচ্ছিলেন পরিবারের সঙ্গে। তাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে সফর শেষ করে বাংলাদেশ ক্রিকেট। যদিও বিসিবি’র সঙ্গে হেম্পের চুক্তি রয়েছে আরও এক বছর তথা ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। যে কারণে এই কোচকে আবারও দেশে ফিরিয়ে এনেছে বিসিবি। তবে এবার হেম্প কাজ করবেন বাংলাদেশ দলের সঙ্গে দুই বিভাগে।

আগামী মাসে বাংলাদেশ নারী দলের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব রয়েছে। সেখানে ব্যাটিং কোচের ভূমিকায় দেখা যাবে হেম্পকে। পরে যোগ দিবেন বিসিবির হাই পারফর্মম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ হিসেবে। আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা এইচপি দল। সেই সিরিজের আগে এইচপির সব বিভাগের জন্য কোচিং স্টাফ নিয়োগ দিতে চায় বিসিবি।