ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

টিসিবির নামে প্রতারণার ফাঁদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টিসিবি। যার পুরো নাম হচ্ছে  ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। অল্প দামে সাধারণ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করে থাকে টিসিবি। সেই টিসিবি নিয়েও প্রতারণা! স্বয়ং সরকারি এই প্রতিষ্ঠান থেকেই উঠেছে প্রতারণার কথা। টিসিবি’র নাম ভাঙ্গিয়ে তাসনিম ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান নাকি আর্থিক প্রতারণার চেষ্টা করছে। এমন অভিযোগে সতর্কবার্তা জারি করেছে সরকারি সংস্থা টিসিবি।

বলা হয়েছে, ‘তাসনিম ট্রেডার্স’ নামের বেসরকারি প্রতিষ্ঠানটি টিসিবির সঙ্গে জড়িত এমন দাবি করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। তবে টিসিবি স্পষ্ট জানিয়েছে, এই প্রতিষ্ঠানের সঙ্গে তাদের কোনো ধরনের চুক্তি, সম্পর্ক বা কার্যক্রম নেই। মঙ্গলবার টিসিবির উপ-পরিচালক মো. শাহাদত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘তাসনিম ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠান মসুর ডাল, চিনি ও পরিশোধিত সয়াবিন তেল আমদানির অনুমোদন সংক্রান্ত একটি সরকারি চিঠির ভুল ব্যাখ্যা দিয়ে দাবি করছে, তারা টিসিবিতে পণ্য সরবরাহ করবে। এই মিথ্যা দাবি দেখিয়ে তারা প্রতারণামূলকভাবে টাকা নিচ্ছে। অথচ বাণিজ্য মন্ত্রণালয়ের উক্ত অনুমোদনপত্রে টিসিবির কোনো সংশ্লিষ্টতা নেই, এবং টিসিবির পক্ষ থেকেও প্রতিষ্ঠানটির সঙ্গে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না।

এ ঘটনায় বিভ্রান্তি ও প্রতারণা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে টিসিবি। বিশেষ করে টিসিবির নাম ব্যবহার করে কেউ যেন এই প্রতিষ্ঠানের সঙ্গে কোনো আর্থিক লেনদেনে না জড়ান—এমন অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি কেউ প্রতারণার শিকার হলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রশ্ন হচ্ছে, টিসিবি যদি জেনেই থাকে তাসনিম ট্রেডার্স প্রতারণার ফাঁদ পেতেছে,তাহলে সরকার থেকে কেন উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না। বিষয়টি নিয়ে নানা ধরণের আলোচনা-সমালোচনা হতেই পারে। এমনিতে জনমনে টিসিবি দ্রব্য মূল্যের দাম নিয়ে প্রশ্ন তুলছে। সরকার আমদানি করলে তেলের লিটার একশত টাকার নিচেও বিক্রি করা সম্ভব। কিন্তু সেখানে তেলের দাম বৃদ্ধি করে জনমনে আরও সন্দেহ তৈরি করে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টিসিবির নামে প্রতারণার ফাঁদ

আপডেট সময় : ১০:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

টিসিবি। যার পুরো নাম হচ্ছে  ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। অল্প দামে সাধারণ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করে থাকে টিসিবি। সেই টিসিবি নিয়েও প্রতারণা! স্বয়ং সরকারি এই প্রতিষ্ঠান থেকেই উঠেছে প্রতারণার কথা। টিসিবি’র নাম ভাঙ্গিয়ে তাসনিম ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান নাকি আর্থিক প্রতারণার চেষ্টা করছে। এমন অভিযোগে সতর্কবার্তা জারি করেছে সরকারি সংস্থা টিসিবি।

বলা হয়েছে, ‘তাসনিম ট্রেডার্স’ নামের বেসরকারি প্রতিষ্ঠানটি টিসিবির সঙ্গে জড়িত এমন দাবি করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। তবে টিসিবি স্পষ্ট জানিয়েছে, এই প্রতিষ্ঠানের সঙ্গে তাদের কোনো ধরনের চুক্তি, সম্পর্ক বা কার্যক্রম নেই। মঙ্গলবার টিসিবির উপ-পরিচালক মো. শাহাদত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘তাসনিম ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠান মসুর ডাল, চিনি ও পরিশোধিত সয়াবিন তেল আমদানির অনুমোদন সংক্রান্ত একটি সরকারি চিঠির ভুল ব্যাখ্যা দিয়ে দাবি করছে, তারা টিসিবিতে পণ্য সরবরাহ করবে। এই মিথ্যা দাবি দেখিয়ে তারা প্রতারণামূলকভাবে টাকা নিচ্ছে। অথচ বাণিজ্য মন্ত্রণালয়ের উক্ত অনুমোদনপত্রে টিসিবির কোনো সংশ্লিষ্টতা নেই, এবং টিসিবির পক্ষ থেকেও প্রতিষ্ঠানটির সঙ্গে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না।

এ ঘটনায় বিভ্রান্তি ও প্রতারণা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে টিসিবি। বিশেষ করে টিসিবির নাম ব্যবহার করে কেউ যেন এই প্রতিষ্ঠানের সঙ্গে কোনো আর্থিক লেনদেনে না জড়ান—এমন অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি কেউ প্রতারণার শিকার হলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রশ্ন হচ্ছে, টিসিবি যদি জেনেই থাকে তাসনিম ট্রেডার্স প্রতারণার ফাঁদ পেতেছে,তাহলে সরকার থেকে কেন উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না। বিষয়টি নিয়ে নানা ধরণের আলোচনা-সমালোচনা হতেই পারে। এমনিতে জনমনে টিসিবি দ্রব্য মূল্যের দাম নিয়ে প্রশ্ন তুলছে। সরকার আমদানি করলে তেলের লিটার একশত টাকার নিচেও বিক্রি করা সম্ভব। কিন্তু সেখানে তেলের দাম বৃদ্ধি করে জনমনে আরও সন্দেহ তৈরি করে দিয়েছে।