ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মোদি-ট্রাম্প সাক্ষাতে গুরুত্ব পেতে পারে বাংলাদেশ ইস্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৭৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামীি ১২ ফেরুয়ারি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।  নতুন করে প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর এটি মোদি-ট্রাম্পের প্রথম সাক্ষাত হতে যাচ্ছে। আর এই বৈঠকে বাংলাদেশ ইস্যু উঠে আসতে পারে আওয়াজ উঠছে সর্বত্রে। সেখানে প্রসঙ্গটি তুলতে পারেন মোদি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক প্রেস কনফারেন্সে এমন কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তাকে সাংবাদিকরা এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, “আমি বলতে পারব না ওয়াশিংটনে বাংলাদেশ নিয়ে আলোচনা হবে কি না। তবে হতে পারে।”

দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ ফেব্রুয়ারি অজ্ঞাতস্থান থেকে ফেসবুক লাইভে কথা বলেন। শত শত মানুষকে হত্যার দায়ে অভিযুক্ত হাসিনা পলাতক অবস্থায় কথা বলায় সাধারণ মানুষ বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর প্রতিবাদে তারা ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলেন। শেখ হাসিনা ভারত থেকে বক্তব্য দেওয়ায় দেশটির সরকারের ওপর ক্ষুব্ধ হয়েছেন তারা। এমন পরিস্থিতিতে বিক্রম মিশ্রি তাদের কূটনৈতিক অবকাঠামো নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, তাদের কূটনৈতিক অবকাঠামোর নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের এবং তাদের সন্দেহ নেই এ নিয়ে বাংলাদেশ সরকার অবগত।

এদিকে হাসিনার বক্তব্যের পর ছাত্র-জনতা ঘোষণা দেয় দেশ থেকে ‘ফ্যাসিজম ও মুজিববাদের’ সব চিহ্ন মুছে দেবে। এরপর দেশের বিভিন্ন জায়গায় শেখ মুজিবের ভাস্কর্য, ম্যুরাল ভেঙে ফেলেন তারা। এছাড়া আওয়ামী লীগের অফিস ও তাদের নেতাদের বাড়িতেও আগুন দেন ক্ষুব্ধ মানুষ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোদি-ট্রাম্প সাক্ষাতে গুরুত্ব পেতে পারে বাংলাদেশ ইস্যু

আপডেট সময় : ০১:২১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

আগামীি ১২ ফেরুয়ারি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।  নতুন করে প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর এটি মোদি-ট্রাম্পের প্রথম সাক্ষাত হতে যাচ্ছে। আর এই বৈঠকে বাংলাদেশ ইস্যু উঠে আসতে পারে আওয়াজ উঠছে সর্বত্রে। সেখানে প্রসঙ্গটি তুলতে পারেন মোদি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক প্রেস কনফারেন্সে এমন কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তাকে সাংবাদিকরা এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, “আমি বলতে পারব না ওয়াশিংটনে বাংলাদেশ নিয়ে আলোচনা হবে কি না। তবে হতে পারে।”

দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ ফেব্রুয়ারি অজ্ঞাতস্থান থেকে ফেসবুক লাইভে কথা বলেন। শত শত মানুষকে হত্যার দায়ে অভিযুক্ত হাসিনা পলাতক অবস্থায় কথা বলায় সাধারণ মানুষ বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর প্রতিবাদে তারা ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলেন। শেখ হাসিনা ভারত থেকে বক্তব্য দেওয়ায় দেশটির সরকারের ওপর ক্ষুব্ধ হয়েছেন তারা। এমন পরিস্থিতিতে বিক্রম মিশ্রি তাদের কূটনৈতিক অবকাঠামো নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, তাদের কূটনৈতিক অবকাঠামোর নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের এবং তাদের সন্দেহ নেই এ নিয়ে বাংলাদেশ সরকার অবগত।

এদিকে হাসিনার বক্তব্যের পর ছাত্র-জনতা ঘোষণা দেয় দেশ থেকে ‘ফ্যাসিজম ও মুজিববাদের’ সব চিহ্ন মুছে দেবে। এরপর দেশের বিভিন্ন জায়গায় শেখ মুজিবের ভাস্কর্য, ম্যুরাল ভেঙে ফেলেন তারা। এছাড়া আওয়ামী লীগের অফিস ও তাদের নেতাদের বাড়িতেও আগুন দেন ক্ষুব্ধ মানুষ।