ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জাতীয় নারী ফুটবল পাচ্ছে একুশে পদক

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১২০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের জন্য বারবার শিরোপা বয়ে আনা নারী ফুটবল দলকে এবার একুশে পদক দেয়া হচ্ছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি দিয়ে একুশে পদক ২০২৫ এর জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে মনোনীত করে কর্তৃপক্ষ। গত বছরে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পাচ্ছে নারীরা। সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দলটি নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে পরপর শিরোপা জয়ের গৌরব অর্জন করে।

যদিও বর্তমান সময়টায় তাদের ভিতর বয়ে চেলছে অন্তদহ। কোচের সঙ্গে মনোবিরোধ তৈরি হওয়ায় ইংলিশ কোচ পিটার জেমস বাটলারের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন জাতীয় দলের নারী ফুটবলাররা।

লাল-সবুজের এই নারী দলের পাশাপাশি আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তি সাহিত্যে, সংস্কৃতিতে, সমাজসেবায়, সাংবাদিকতায় এবং জাতীয় গুরুত্ববাহী অন্যান্য ক্ষেত্রে অনন্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ এই পদক পাচ্ছেন।

তবুও মহান ২১ ফেব্রুয়ারির নামানুসারে দেওয়া হয় একুশে পদক, যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। এটি বাংলাদেশে বেসামরিক নাগরিকদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ভাষা আন্দোলনে বাংলার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা ও স্বীকৃতির প্রতীক হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় নারী ফুটবল পাচ্ছে একুশে পদক

আপডেট সময় : ০৯:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশের জন্য বারবার শিরোপা বয়ে আনা নারী ফুটবল দলকে এবার একুশে পদক দেয়া হচ্ছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি দিয়ে একুশে পদক ২০২৫ এর জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে মনোনীত করে কর্তৃপক্ষ। গত বছরে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পাচ্ছে নারীরা। সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দলটি নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে পরপর শিরোপা জয়ের গৌরব অর্জন করে।

যদিও বর্তমান সময়টায় তাদের ভিতর বয়ে চেলছে অন্তদহ। কোচের সঙ্গে মনোবিরোধ তৈরি হওয়ায় ইংলিশ কোচ পিটার জেমস বাটলারের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন জাতীয় দলের নারী ফুটবলাররা।

লাল-সবুজের এই নারী দলের পাশাপাশি আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তি সাহিত্যে, সংস্কৃতিতে, সমাজসেবায়, সাংবাদিকতায় এবং জাতীয় গুরুত্ববাহী অন্যান্য ক্ষেত্রে অনন্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ এই পদক পাচ্ছেন।

তবুও মহান ২১ ফেব্রুয়ারির নামানুসারে দেওয়া হয় একুশে পদক, যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। এটি বাংলাদেশে বেসামরিক নাগরিকদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ভাষা আন্দোলনে বাংলার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা ও স্বীকৃতির প্রতীক হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।