বিয়ে করলেন বিপিএল মাতানো পাক ক্রিকেটার আলী
- আপডেট সময় : ০৯:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ৬৪ বার পড়া হয়েছে
বিপিেএলে মাঠ মাতানো পাকিস্তানী পেসার মোহাম্মদ আলী ক্যারিয়ারের নতুন জীবন শুরু করেছেন। বরিশালের হলে খেলুড়ে এই ক্রিকেটার বিয়ে করেছেন স্বদেশী উজমা নাদিরকে। তার স্ত্রী পেশায় একজন আইনজীবি। সম্প্রতি জাঁকজমক আয়োজনে বিয়ে করেছেন তারা। অনুষ্ঠানে তাদের দুই পরিবারের আত্মীয়-স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।
ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, এই পেসারের বিয়েতে কয়েকজন সুপরিচিত তারকা ক্রিকেটার হাজির হয়েছিলেন। তাদের সঙ্গে মোহাম্মদ আলীর সেসব ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
মোহাম্মদ আলী নিজ ক্রিকেট ক্যারিয়ারে এ পর্যন্ত ১২ দলের জার্সিতে মাঠ কাঁপিয়েছেন। ডানহাতি এই পেসার তিনটি আন্তর্জাতিক ফরম্যাটেই পাকিস্তানের হয়ে খেলেছেন। দুর্দান্ত বোলিং ও গতির জন্য পরিচিত তিনি। ২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। যা তার ক্যারিয়ারে বিশাল মাইলফলক।
ঘরোয়া ক্রিকেটে তার যাত্রা হয়, যখন ২০১৮-১৯ সালের কায়েদ-ইআজম ট্রফিতে জারাই তারাকিয়াতি ব্যাংক লিমিটেডের হয়ে মাঠে নামার মাধ্যমে প্রথম সারির ক্রিকেটে ডেবিউ করেন। পারফরম্যান্স ক্রমশ ভালো হতে থাকায় আন্তর্জাতিক দলে জায়গা করার পথ সহজ হয় তার।
মোহাম্মদ আলী আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শক্তিশালী ছাপ রেখেছেন। টুর্নামেন্টে নিজেকে নির্ভরযোগ্য ও সবচেয়ে কার্যকর বোলারদের একজন হিসেবে প্রমাণ করেছেন তিনি।
এছাড়া ২০২৫ সালের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে দুই ম্যাচ খেলেছেন মোহাম্মদ আলী। এতে ছয় উইকেট সংগ্রহ করেছেন তিনি।






















