ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মাইলস্টোনে আহত ও নিহত পরিবারদের আর্থিক অনুদান দিবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ৫৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রশক্ষিণরত যুদ্ধ বিমান আচড়ে পড়ে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে। ক্ষণিকের মধ্যে জ্বলে পুড়ে মারা যান বেশ কিছু শিক্ষার্থী ও শিক্ষক। শরীর ঝলছে যায় অনেক শিক্ষার্থীদের। ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন অনেকেই। জানা যায় এই দূর্ঘটনায় মৃত্যু বরণ করেছে ৩৫জন এবং আহত হয়ে এখনো বেঁচে আছে ৬৪ জন। ক্ষতিগ্রস্থ্য এই সকল শিক্ষার্থী ও শিক্ষকদের সরকারের পক্ষ থেকে অনদুান প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই দূর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ লাখ এবং আহতদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদারের সই করা এক চিঠিতে অর্থ উপদেষ্টা বরাবর এ সুপারিশ করা হয়৷

চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্তের ঘটনায় মর্মান্তিকভাবে আহত ও নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ, অর্থসহায়তা ও চিকিৎসা প্রদান বিষয়ে পরিবেশ উপদেষ্টার সভাপতিত্বে গত ২ ডিসেম্বর এক সভা হয়। সভায় আহতদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ এবং নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়।

সে হিসাবে ৫ লাখ টাকা করে আহতদের ৬৪ জন ৩ কোটি ২০ লাখ এবং ২০ লাখ টাকা করে নিহতদের ৩৫ পরিবার পাবে ৭ কোটি টাকা।
গত বছরের ২১ জুলাই মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানটির ২৮ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষক, একজন আয়া ও তিনজন অভিভাবকসহ মোট ৩৫ জন মারা যান। আহত ও মুমূর্ষু অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন ৫৮ জনেরও বেশি। চিঠিতে আহতের তালিকায় ৬৪ জন ও ৩৫ জনকে নিহত হিসেবে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাইলস্টোনে আহত ও নিহত পরিবারদের আর্থিক অনুদান দিবে সরকার

আপডেট সময় : ০৯:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

প্রশক্ষিণরত যুদ্ধ বিমান আচড়ে পড়ে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে। ক্ষণিকের মধ্যে জ্বলে পুড়ে মারা যান বেশ কিছু শিক্ষার্থী ও শিক্ষক। শরীর ঝলছে যায় অনেক শিক্ষার্থীদের। ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন অনেকেই। জানা যায় এই দূর্ঘটনায় মৃত্যু বরণ করেছে ৩৫জন এবং আহত হয়ে এখনো বেঁচে আছে ৬৪ জন। ক্ষতিগ্রস্থ্য এই সকল শিক্ষার্থী ও শিক্ষকদের সরকারের পক্ষ থেকে অনদুান প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই দূর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ লাখ এবং আহতদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদারের সই করা এক চিঠিতে অর্থ উপদেষ্টা বরাবর এ সুপারিশ করা হয়৷

চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্তের ঘটনায় মর্মান্তিকভাবে আহত ও নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ, অর্থসহায়তা ও চিকিৎসা প্রদান বিষয়ে পরিবেশ উপদেষ্টার সভাপতিত্বে গত ২ ডিসেম্বর এক সভা হয়। সভায় আহতদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ এবং নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়।

সে হিসাবে ৫ লাখ টাকা করে আহতদের ৬৪ জন ৩ কোটি ২০ লাখ এবং ২০ লাখ টাকা করে নিহতদের ৩৫ পরিবার পাবে ৭ কোটি টাকা।
গত বছরের ২১ জুলাই মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানটির ২৮ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষক, একজন আয়া ও তিনজন অভিভাবকসহ মোট ৩৫ জন মারা যান। আহত ও মুমূর্ষু অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন ৫৮ জনেরও বেশি। চিঠিতে আহতের তালিকায় ৬৪ জন ও ৩৫ জনকে নিহত হিসেবে উল্লেখ করা হয়েছে।