ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হাদী ওপর গুলি করা নিয়ে প্রতিক্রিয়া জানানোয় হত্যার হুমকির মুখে অভিনেত্রী চমক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / ১২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফুল ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় দেশজুড়ে প্রতিক্রিয়া জানানো হয় । এদের মধ্যে শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও রয়েছেন। তাদেরই একজন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আর প্রতিক্রিয়া জানানোর কারণে হত্যার হুমকির মুখে পড়েছেন এ অভিনেত্রী।

গুলিবিদ্ধ হাদির সুস্থতা কামনা ও ঘটনার নিন্দা জানিয়ে পোস্ট দেয়ার কারণে এই হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী চমক। তিনি জানান, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি হুমকি দেয়া হচ্ছে তাকে। তার ব্যক্তিগত ফোন নম্বর ছড়িয়ে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন। এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মত প্রকাশ করাই যদি অপরাধ হয়, তাহলে সমাজের জন্য তা ভয়ংকর ইঙ্গিত।

এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন চমক। সেখানে তিনি জানান, তাকে এ পর্যন্ত কয়েক শতবার ফোন করা হয়েছে। তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। তিনি বলেন, আমি মনে করি আমি অন্তত দেশের জন্য কিছু করতে পেরেছি। আর যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, তাহলে এটি হবে আল্লাহর পক্ষ থেকে সুন্দর উপহার। এটি হবে শহিদি মৃত্যু।

এ অভিনেত্রী তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের বলেন, অনেকেই আমাকে নিরাপদে থাকার কথা বলছেন। তোমরা আমাকে নিয়ে চিন্তা কর না। আমি এ নিয়ে চিন্তিত না। আমি যদি সত্যিই মারা যাই, তাহলে এটি হবে গর্বের।

প্রসঙ্গত, শরিফুল ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় সবাই নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। শোবিজ ইন্ডাস্ট্রিরও অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। সেই ধারাবাহিকতায় বক্তব্য রাখার পরই চমক হুমকির মুখে পড়েন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাদী ওপর গুলি করা নিয়ে প্রতিক্রিয়া জানানোয় হত্যার হুমকির মুখে অভিনেত্রী চমক

আপডেট সময় : ০২:২১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফুল ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় দেশজুড়ে প্রতিক্রিয়া জানানো হয় । এদের মধ্যে শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও রয়েছেন। তাদেরই একজন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আর প্রতিক্রিয়া জানানোর কারণে হত্যার হুমকির মুখে পড়েছেন এ অভিনেত্রী।

গুলিবিদ্ধ হাদির সুস্থতা কামনা ও ঘটনার নিন্দা জানিয়ে পোস্ট দেয়ার কারণে এই হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী চমক। তিনি জানান, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি হুমকি দেয়া হচ্ছে তাকে। তার ব্যক্তিগত ফোন নম্বর ছড়িয়ে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন। এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মত প্রকাশ করাই যদি অপরাধ হয়, তাহলে সমাজের জন্য তা ভয়ংকর ইঙ্গিত।

এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন চমক। সেখানে তিনি জানান, তাকে এ পর্যন্ত কয়েক শতবার ফোন করা হয়েছে। তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। তিনি বলেন, আমি মনে করি আমি অন্তত দেশের জন্য কিছু করতে পেরেছি। আর যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, তাহলে এটি হবে আল্লাহর পক্ষ থেকে সুন্দর উপহার। এটি হবে শহিদি মৃত্যু।

এ অভিনেত্রী তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের বলেন, অনেকেই আমাকে নিরাপদে থাকার কথা বলছেন। তোমরা আমাকে নিয়ে চিন্তা কর না। আমি এ নিয়ে চিন্তিত না। আমি যদি সত্যিই মারা যাই, তাহলে এটি হবে গর্বের।

প্রসঙ্গত, শরিফুল ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় সবাই নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। শোবিজ ইন্ডাস্ট্রিরও অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। সেই ধারাবাহিকতায় বক্তব্য রাখার পরই চমক হুমকির মুখে পড়েন বলে জানা গেছে।