আইপিএলে নতুন দল পেয়ে রোমাঞ্চিত মুস্তাফিজ
- আপডেট সময় : ০১:২৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ১১৭ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগে (আইপিএল) ক্যারিয়ার সর্বোচ্চ মূল্য ওঠেছে বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমানের। তাকে পেতে আইপিএল নিলামে রীতিমতো কাড়া-কাড়ি শুরু হয়ে যায়। দীর্ঘ দর কষা-কষির পর মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কোলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজের ভিত্তি মূল্য ছিলো দুই কোটি রুপি। আইপিএলের নিলাম ইতিহাসে এটিই এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটারের পাওয়া সর্বোচ্চ দাম।
নতুন দলে যোগ দিতে মুখিয়ে আছেন মুস্তাফিজ। ফেসবুকের ভেরিফায়েড পেজে তিনি লিখেছেন, পার্পলে স্বপ্ন দেখছি। রোমাঞ্চিত এবং পার্পল পরিবারে যোগ দিতে তর সইছে না।
এবারই প্রথমবার কলকাতার জার্সিতে দেখা যাবে মুস্তাফিজকে। তবে আইপিএলে এটি তার ষষ্ঠ দল। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসে খেলেছেন এই বাংলাদেশি পেসার। নিলামে সাত বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকলেও ডাক পেয়েছেন কেবল মুস্তাফিজ ও তাসকিন আহমেদ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত মিনি নিলামে মুস্তাফিজকে নিয়ে লড়াইয়ে নামে তার সাবেক দল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই পেসারকে পেতে দুই দলের স্নায়ুক্ষয়ী লড়াই শেষে শেষ হাসি হাসে শাহরুখ খানের কলকাতা।
আইপিএল নিলামে এতদিন কোনো বাংলাদেশির সর্বোচ্চ দামের রেকর্ডটি ছিল মাশরাফি বিন মর্তুজার দখলে। ২০০৯ সালে তাকে ৬ লাখ ডলারে (তৎকালীন বিনিময় হারে প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা) কিনেছিল কেকেআর। দেড় দশক পর সেই রেকর্ড ভেঙে বাংলাদেশি ক্রিকেটারদের ব্র্যান্ড ভ্যালুকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন মুস্তাফিজ।




















