বিজয় দিবস ক্রিকেটে শান্ত-মিরাজ মুখোমুখি
- আপডেট সময় : ০৬:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ৪৪ বার পড়া হয়েছে
আগামীকাল ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। এই দিনে পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করেছিলো বীর বাঙালী যোদ্ধারা। বিজয়ের পতাকা উত্তোলনে দেশের মানুষ বিজয় উদযাপন করে। ঠিক এই দিনটি আসতেই দেশের মানুষ বিজয় উদযাপনে মেতে উঠেন। দেশের ক্রিকেটাঙ্গনও এর ব্যতিক্রম নয়। দিনটি উদযাপনে পেশাদার ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজন করেছে সংক্ষিপ্ত ভার্সনের একটি ক্রিকেট ম্যাচ।‘অদম্য’ ও ‘অপরাজেয়’ এই দুই দলে বিভক্ত হয়ে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা এই প্রীতি ম্যাচে অংশ নিবেন। ম্যাচটির নামকরণ হচ্ছে ‘বাংলাদেশ অল স্টার্স ম্যাচ’।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টায় ম্যাচটি শুরু হবে। কোয়াবের আয়োজনে ম্যাচটিতে দুই দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। তবে মাঠের লড়াইয়ের আগেই জমে উঠেছে দুই অধিনায়কের কথার লড়াই।
ম্যাচটি প্রীতি হলেও থাকছে ভিন্ন এক উত্তেজনা। মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে দিতে নারাজ। আজ ম্যাচের আগের দিন মিরপুরে সংবাদ সম্মেলনে ‘অদম্য’ দলের অধিনায়ক শান্ত’র মুখে ম্যাচ জয়ের কঠোর হঙ্কার দেখা গেছে। মিরাজের নেতৃত্বাধীন ‘অপরাজেয়’ দলটিকে টার্গেট দিয়ে ম্যাচে পরাজিত করার পরিকল্পনার ছক আঁকলেন। শান্ত বলেছেন, ‘এমন ম্যাচ খেলার সুযোগ আগে হয়নি। তবে কোনো ছাড়াছাড়ি হবে না, একদম শোয়াই ফেলব।’
অন্য দিকে মিরাজও ছেড়ে কথা বলেন নি। তিনি মিডিয়া কর্মীদের জানিয়ে দিলেন, জবাবটা মাঠেই দিতে চান। মিরাজ বলেন, ‘যদি খেলার ভেতরে প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে সেই খেলার কোনো মূল্য হয় না। সো বাবুল স্যার থ্রেট দিয়ে গিয়েছে, শান্ত থ্রেট দিচ্ছে। সো আমরা… যদি ওরা যদি থ্রেট দেয়, আমরাও যদি থ্রেট দিই… সো একটা পক্ষকে তো অবভিয়াসলি সেভ করতে হবে। সো আমরা মাঠে চেষ্টা করব ম্যাচটা জিতে যেন ওদেরকে এই থ্রেটটার জবাবটা দিতে।’
মিরাজের দলের কোচ সোহেল ইসলামও একই সুরে কথা বললেন, ‘আমরা আসলে কথায় বিশ্বাসী না, আমরা মাঠে বিশ্বাসী। আমরা মাঠেই এটার প্রমাণ করব যে কে কাকে শুয়ায়। তো আমরা আসলে সেভাবে রেডি হচ্ছি। তো এটা মাঠের বাইরে কথা চালাচালি হবে এবং আমরা আসলে এগুলা কানে নিচ্ছি না। আমরা আসলে আমাদের মতো রেডি হচ্ছি। আমরা ইনশাল্লাহ মাঠেই এটা প্রমাণ করব।’
এই প্রীতি ম্যাচে অদম্য দলের ম্যানেজার হিসেবে থাকছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ইশতিয়াক সাদেক, আর মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
অপরদিকে অপরাজেয় দলের কোচ হিসেবে দায়িত্বে থাকছেন মিজানুর রহমান বাবুল, ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন শেহজাদ মুনিম, এবং মেন্টরের দায়িত্বে থাকবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
দুই দলের স্কোয়াড-
অপরাজেয় দল: পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি, নাহিদ রানা, সাকলাইন সজিব, জিসান আলম, এস.এম. মেহেরব হোসেন অহিন, রাকিবুল হাসান, রিপন মন্ডল।
অদম্য দল: মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ হাবিবুর রহমান সোহান, তানজিদ তামিম, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম, শরিফুল ইসলাম।






















