ডোনাল্ড ট্রাম্প পেলেন ফিফা শান্তি পুরস্কার
- আপডেট সময় : ১২:০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ৫৩ বার পড়া হয়েছে
প্রত্যাশা ছিলো ইসরায়েল ও ইরান যুদ্ধ অবসানের জন্য শান্তিতে নোবেল পুরস্কারটা এবার ডোনাল্ড ট্রাম্পের গলায় ঝুলবে। কিন্তু সেটা আর হলো না। অবশেষে পুরস্কার মিললো বিশ্বের সবচেয় জনপ্রিয় খেলা ফুটবল থেকে। যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্টকে ফিফা শান্তি পুরস্কারে ভূষিত করা হলো শুক্রবার ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন।
ট্রাম্প ছাড়াও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প উপস্থিত ছিলেন। এছাড়া মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
ফিফা এই পুরস্কার ঘোষণা করে জানায়, ফুটবল শান্তির প্রতীক এবং যারা মানুষের মধ্যে ঐক্য ও শান্তি আনতে কাজ করেন, তাদের স্বীকৃতি দেয়াই এর উদ্দেশ্য। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন,‘বিশ্ব যখন অস্থির, তখন যারা মানুষকে কাছাকাছি আনছেন, তাদের সম্মান জানানো জরুরি।’
এই পুরস্কার প্রতিবছর দেয়া হবে। তবে প্রথমবারের পুরস্কারটি ওয়াশিংটনে ২০২৬ ফিফা বিশ্বকাপ ড্র অনুষ্ঠানের দিন দেয়া হয়েছে। ফিফা সভাপতি ইনফান্তিনো আগে বলেছেন, ইসরায়েল–গাজা যুদ্ধবিরতির পর তিনি মনে করেন ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার মতো কাজ করেছেন। ট্রাম্পের হাতে শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইফান্তিনো। এর জন্য যে সার্টিফিকেটটি দেয়া হয়েছে, সেখান থেকে একটা অংশ পড়ে শোনান তিনি। সেখানে বলা হয়, এটা বিশ্বের ফুটবলপ্রেমী কোটি কোটি মানুষের পক্ষ থেকে এই পুরস্কার দেয়া হয়েছে।
তবে ফিফা এই পুরস্কারের জন্য কাউকে কীভাবে মনোনীত করা হবে, কীভাবে বিচার হবে—এসব বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ নিয়ে ফিফাকে চিঠি দিলেও কোনো জবাব পায়নি।


















