ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মারিয়ার গোলে আজারবাইজানের বিরুদ্ধে প্রথমার্ধে সমতায় ফিরলো বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ৭০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউরোপের দল আজারবাইজান নারী ফুটবল দলকে প্রথমার্ধে ঠেকিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ত্রিদেশীয় সিরিজের আজ প্রথম ম্যাচ চলছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ঋতুপর্ণারা প্রথম এই ম্যাচের প্রথমার্ধ শেষ করেছে ১-১ সমতায়।

বাংলাদেশের চেয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা আজারবাইজানের র‌্যাংকিং ৭৪। সে দলটি বাংলাদেশের চেয়ে শক্তিশালী হবে সেটাই স্বাভাবিক। এমন কি বিশ মিনিটের মাথায় তারা গোল করে এগিয়েও যায়। তেবে এই এগিয়ে যেতে বাংলাদেশের রক্ষণভাগের দূর্গম পাড়ি দিতে বেশ বেগ পেতে হয়েছিলো।

২০ মিনিটে আজারবাইজান লিড নেয়। বানিয়া ইশরাকের ক্রস থেকে অধিনায়ক জাফরজেদা গোল করেন। ফুটবলে গোল মানেই উল্লাস-উৎসব। আজারবাইজান অধিনায়ক গোল করে কয়েক মিনিট কান্না করেছেন। একটি সাদা কাপড়ে একজনের ছবি একে সবাই পোজ দিয়েছেন। এরপরই চোখে মুখে কান্না অধিনায়কের। সতীর্থরা তাকে সামাল দিয়েছেন।

১৪ মিনিট পর মারিয়া মান্ডার দুর্দান্ত গোলে বাংলাদেশ সমতা এনেছে। স্বপ্না রাণীর কর্ণার থেকে কয়েক পাক ঘুরে বক্সে বল পান মারিয়া। বা পায়ে দুর্দান্ত সাইড ভলি করেন। গোললাইনে আজারবাইজানের ডিফেন্ডার লাফিয়েও বল ঠেকাতে পারেননি। গোলরক্ষক ও ডিফেন্ডারের মাঝ দিয়ে বল জালে জড়ায়।

ম্যাচ সমতা আসার পর আজারবাইজান তাদের আক্রমণ অব্যাহত রাখে। বাংলাদেশের গোলরক্ষক রুপ্নাকে একা পেয়েও গোল করতে পারেনি প্রথমার্ধের শেষ দিকে। ৪৫ মিনিট শেষে সমতা নিয়েই দুই দল ড্রেসিংরুমে ফেরে।

হামজা-জামালদের ম্যাচে স্টেডিয়ামে উপচে পড়া দর্শক থাকে। নারী দলের ম্যাচেও উল্লেখযোগ্য দর্শক উপস্থিতি হয়েছে। বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচে সব গ্যালারি খোলা ছিল। এই ম্যাচে শুধু পূর্ব গ্যালারী উন্মুক্ত রেখেছিল বাফুফে। প্রায় হাজার সাতেক দর্শক উপস্থিতি ছিল সব মিলিয়ে। দর্শকরা বাদ্য-যন্ত্র স্টেডিয়াম মাতিয়ে রাখছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মারিয়ার গোলে আজারবাইজানের বিরুদ্ধে প্রথমার্ধে সমতায় ফিরলো বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় : ০৮:৩৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

ইউরোপের দল আজারবাইজান নারী ফুটবল দলকে প্রথমার্ধে ঠেকিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ত্রিদেশীয় সিরিজের আজ প্রথম ম্যাচ চলছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ঋতুপর্ণারা প্রথম এই ম্যাচের প্রথমার্ধ শেষ করেছে ১-১ সমতায়।

বাংলাদেশের চেয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা আজারবাইজানের র‌্যাংকিং ৭৪। সে দলটি বাংলাদেশের চেয়ে শক্তিশালী হবে সেটাই স্বাভাবিক। এমন কি বিশ মিনিটের মাথায় তারা গোল করে এগিয়েও যায়। তেবে এই এগিয়ে যেতে বাংলাদেশের রক্ষণভাগের দূর্গম পাড়ি দিতে বেশ বেগ পেতে হয়েছিলো।

২০ মিনিটে আজারবাইজান লিড নেয়। বানিয়া ইশরাকের ক্রস থেকে অধিনায়ক জাফরজেদা গোল করেন। ফুটবলে গোল মানেই উল্লাস-উৎসব। আজারবাইজান অধিনায়ক গোল করে কয়েক মিনিট কান্না করেছেন। একটি সাদা কাপড়ে একজনের ছবি একে সবাই পোজ দিয়েছেন। এরপরই চোখে মুখে কান্না অধিনায়কের। সতীর্থরা তাকে সামাল দিয়েছেন।

১৪ মিনিট পর মারিয়া মান্ডার দুর্দান্ত গোলে বাংলাদেশ সমতা এনেছে। স্বপ্না রাণীর কর্ণার থেকে কয়েক পাক ঘুরে বক্সে বল পান মারিয়া। বা পায়ে দুর্দান্ত সাইড ভলি করেন। গোললাইনে আজারবাইজানের ডিফেন্ডার লাফিয়েও বল ঠেকাতে পারেননি। গোলরক্ষক ও ডিফেন্ডারের মাঝ দিয়ে বল জালে জড়ায়।

ম্যাচ সমতা আসার পর আজারবাইজান তাদের আক্রমণ অব্যাহত রাখে। বাংলাদেশের গোলরক্ষক রুপ্নাকে একা পেয়েও গোল করতে পারেনি প্রথমার্ধের শেষ দিকে। ৪৫ মিনিট শেষে সমতা নিয়েই দুই দল ড্রেসিংরুমে ফেরে।

হামজা-জামালদের ম্যাচে স্টেডিয়ামে উপচে পড়া দর্শক থাকে। নারী দলের ম্যাচেও উল্লেখযোগ্য দর্শক উপস্থিতি হয়েছে। বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচে সব গ্যালারি খোলা ছিল। এই ম্যাচে শুধু পূর্ব গ্যালারী উন্মুক্ত রেখেছিল বাফুফে। প্রায় হাজার সাতেক দর্শক উপস্থিতি ছিল সব মিলিয়ে। দর্শকরা বাদ্য-যন্ত্র স্টেডিয়াম মাতিয়ে রাখছিলেন।