নিজ বাড়ি থেকে গ্রেফতার ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
- আপডেট সময় : ০৯:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ১৫৭ বার পড়া হয়েছে
সাবেক ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) ব্রাজিলের রাজধানীতে বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর-সিএনএন
ফেডারেল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বলসোনারোকে তার বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল, সুপ্রিম কোর্ট অনুমোদন দিয়েছিল। অবৈধ রাজনৈতিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টার অভিযোগে তাকে কারাদণ্ড দেয়া হয়েছে। কয়েকদিন পর তার দণ্ড কার্যকর শুরু হতো। এরআগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বলসোনারোর বড় ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারে একটি সমাবেশ আয়োজন করে। যা সাবেক প্রেসিডেন্টের আবাসিক ভবনের সামনে হয়। আর এই সমাবেশের পরই বলসোনারোর বিরুদ্ধে প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ নেয়া হয়।
প্রসঙ্গত, ২০২২ সালে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে নির্বাচনে হেরে যান জেয়ার বলসোনারো। নির্বাচনে পরাজিত হওয়ার পরও বলসোনারো ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন। এই রাজনৈতিক অভ্যুত্থান চেষ্টার অভিযোগে তাকে চলতি বছরের শুরুতে ২৭ বছরের কারাদণ্ড দেয়া হয়।



















