ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাসে আগুন-ককটেল হামলাকারীদের গুলির নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই সন্ত্রাসীরা ততই তৎপর হয়ে উঠছে। আজ এখানে কাল ওখানে ককটেল মারা হচ্ছে এবং বাসে আগুন জ্বালানো হচ্ছে। ধারনা করা হচ্ছে, পতিত শেখ হাসিনা ও নিশিদ্ধ আওয়ামীলীগের সমর্থকরা দেশের বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালাচ্ছে। পাশাপাশি যে সব দল জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে তাদের পক্ষ থেকেও এমন হামলার আশঙ্কা করা হচ্ছে।

তবে এ ব্যাপার দেশের আইন-শৃঙ্খলাবাহিনী বেশ তৎপর হয়ে উঠেছে। আসন্ন নির্বাচনকে ঘিরে তারা কড়া নিরাপত্তায় ব্যস্ত হয়ে উঠেছে। পাশপাশি রোববার ডিএমপি পুলিশ কমিশনার থেকেও এ ব্যাপারে এসেছে কড়া নির্দেশনা। যে বা যারা যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে আসবে তাদের উপর ‍গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

যদিও পাঁচদিন আগে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে এমন নির্দেশনায় দেখা দিয়েছিলো মিশ্র প্রতিক্রিয়া। রোববার (১৬ নভেম্বর) বিকেলে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন ডিএমপির একাধিক কর্মকর্তা। তবে তারা নাম প্রকাশ করতে চাননি।

ডিএমপি কশিনার এর সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে জানান, আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভ ও ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রম নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ।

এই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

সোমবার শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। এ দিনটি ঘিরে রোববার থেকে আওয়ামী লীগ অনলাইনে দুদিন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ এই দলটি। সেই প্রেক্ষাপট থেকে পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা করার জন্য স্যার এমন নির্দেশনা দিয়ে থাকতে পারেন—বলছেন ডিএমপির একাধিক কর্মকর্তা।

দণ্ডবিধির ৯৬ ধারায় বলা হয়েছে, ‘ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ নহে।’
গত সপ্তাহে চট্টগ্রামে কয়েকটি ‘টার্গেট কিলিংয়ের’ পর দিশেহারা নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দেন। গত ১১ নভেম্বর দুপুরে বেতার বার্তার মাধ্যমে এ নির্দেশনা দেন সিএমপি কমিশনার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাসে আগুন-ককটেল হামলাকারীদের গুলির নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার

আপডেট সময় : ১২:১৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই সন্ত্রাসীরা ততই তৎপর হয়ে উঠছে। আজ এখানে কাল ওখানে ককটেল মারা হচ্ছে এবং বাসে আগুন জ্বালানো হচ্ছে। ধারনা করা হচ্ছে, পতিত শেখ হাসিনা ও নিশিদ্ধ আওয়ামীলীগের সমর্থকরা দেশের বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালাচ্ছে। পাশাপাশি যে সব দল জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে তাদের পক্ষ থেকেও এমন হামলার আশঙ্কা করা হচ্ছে।

তবে এ ব্যাপার দেশের আইন-শৃঙ্খলাবাহিনী বেশ তৎপর হয়ে উঠেছে। আসন্ন নির্বাচনকে ঘিরে তারা কড়া নিরাপত্তায় ব্যস্ত হয়ে উঠেছে। পাশপাশি রোববার ডিএমপি পুলিশ কমিশনার থেকেও এ ব্যাপারে এসেছে কড়া নির্দেশনা। যে বা যারা যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে আসবে তাদের উপর ‍গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

যদিও পাঁচদিন আগে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে এমন নির্দেশনায় দেখা দিয়েছিলো মিশ্র প্রতিক্রিয়া। রোববার (১৬ নভেম্বর) বিকেলে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন ডিএমপির একাধিক কর্মকর্তা। তবে তারা নাম প্রকাশ করতে চাননি।

ডিএমপি কশিনার এর সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে জানান, আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভ ও ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রম নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ।

এই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

সোমবার শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। এ দিনটি ঘিরে রোববার থেকে আওয়ামী লীগ অনলাইনে দুদিন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ এই দলটি। সেই প্রেক্ষাপট থেকে পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা করার জন্য স্যার এমন নির্দেশনা দিয়ে থাকতে পারেন—বলছেন ডিএমপির একাধিক কর্মকর্তা।

দণ্ডবিধির ৯৬ ধারায় বলা হয়েছে, ‘ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ নহে।’
গত সপ্তাহে চট্টগ্রামে কয়েকটি ‘টার্গেট কিলিংয়ের’ পর দিশেহারা নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দেন। গত ১১ নভেম্বর দুপুরে বেতার বার্তার মাধ্যমে এ নির্দেশনা দেন সিএমপি কমিশনার।