তিন উপদেষ্টাকে অপসারণের দাবি তুলছে জামায়াত
- আপডেট সময় : ০৭:২৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ৫২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী তিন উপদেষ্টাকে অপসারণের দাবি তুলেছে। তাদের দলের পক্ষ থেকে এই তিন উপদেষ্টার নাম সরকারের কাছে জমা দেবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতসহ যুগপৎ আন্দোলনে থাকা আট দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান তিনি।
সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, এই সরকার একটি দলকে ক্ষমতায় আনার প্রচেষ্টা চালাচ্ছে। সরকারের তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল বার্তা দেয়ার চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।
তিনি বলেন, গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। কারণ গণভোট ও জাতীয় নির্বাচন দুইটা আলাদা বিষয়। গণভোট যদি একই দিনে হয়, তাহলে সংস্কারের ইস্যুটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে। খুব কম লোকই এই ভোট দেয়ার বিষয়ে আগ্রহী হবে।
সরকার একটি দলের দাবির প্রতি নতি স্বীকার করে জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করার ব্যপারে সিদ্ধান্ত নিয়েছে বলেও মন্তব্য করেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
























