মোহামেডানের কাউন্সিলরশীপের মূল্য ১০ লাখ টাকা
- আপডেট সময় : ০৯:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৬৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান স্পোর্টিং। ২০১১ সালে লিমিটেড কোম্পানিতে রুপ নেয়া ক্লাবটির শেয়ার হোল্ডার হচ্ছেন স্থায়ী সদস্যরা। এই সদস্যদের কাছ থেকেই ক্লাবটির আয়ের অন্যতম প্রধান উৎস। আজ ক্লাবটি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আর সেখানেই সিদ্ধান্ত নেয়া হয়, ঐতিবাহী ক্লাবের সদস্য হতে হলে এখন থেকে দিতে হবে ১০ লাখ টাকা। মোহামেডানের এই বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবনি (অব.)।
আজকের বার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্রে পরিবর্তন এনে এই সিদ্ধান্ত নেয়া হয়। এমন কি আজকের বার্ষিক সাধারণ সভার প্রধান বিষয় বিস্তুই ছিলো সদস্য হওয়ার জন্য আর্থিক অনুদান, মাসিক চাদা বৃদ্ধির বিষয়টি অনুমোদন নেয়ার জন্যই মূলত আজকের বিশেষ সভার আয়োজন। এর আগে মোহামেডান ক্লাবের স্থায়ী সদস্য হতে লাগত ৩ লাখ টাকা ( তারও আগে লাগত ১ লাখ)। এখন সেটা বেড়ে দশ লাখ হয়েছে। এর মধ্যে সাত লাখ টাকা এককালীন অনুদান এবং ৩ লাখ টাকা সার্ভিস চার্জ। মাসিক চাদার পরিমাণও তিনশ’ থেকে বাড়িয়ে পাঁচশ করা হয়েছে। স্থায়ী সদস্য ছাড়া ডোনার (দাতা) সদস্য হওয়ারও সুযোগ রয়েছে। এজন্য আগে ৫ লাখ টাকা লাগত। এখন সেটা বেড়ে ২৫ লাখ হয়েছে। গঠনতন্ত্রের ৯ এর বি ধারায় আজ এই সংশোধন হয়েছে।
মোহামডোনের বিদ্যমান গঠনতন্ত্রে ছিল পরিচালনা পর্ষদে কেউ একই পদে টানা দুই বারের বেশি থাকতে পারবে না। এক মেয়াদ বিরতি দিয়ে পুনরায় আবার পরিচালনা পর্ষদে আসতে পারবে। ৪০ নম্বর অনুচ্ছেদে থাকা এই ধারা আজ বিলুপ্তি হয়েছে। এখন টানা কয়েকবার পরিচালনা পর্ষদে থাকতে আর বাধা নেই।
মোহামডোন ক্লাবের পরিচালনা পর্ষদের মেয়াদ দুই বছর। ২০২১ সালে সর্বশেষ নির্বাচন হয়েছে। বর্তমান পরিচালনা পর্ষদ মেয়াদ উত্তীর্ণ। মোহামেডান ক্লাবের স্থায়ী সদস্য ও বিশিষ্ট আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এই প্রসঙ্গে বলেন, ‘আদালত ক্লাব নির্বাচন আয়োজনের একটি নিদের্শনা দিয়েছে। সেটা ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে।’ আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। মোহামেডান আদালতের নির্দেশনা মোতাবেক ফেব্রুয়ারির আগেই নির্বাচন করবে নাকি আদালতের কাছে পুনরায় সময় চাইবে নির্বাচন আয়োজনের সেটাই দেখার বিষয়।
মোহামেডান দেশের তিন শীর্ষ জনপ্রিয় খেলা ফুটবল, ক্রিকেট ও হকিতে অংশগ্রহণ করে। ফুটবল মৌসুম চলমান এবং বিদেশি ফুটবলারের পারিশ্রমিক পরিশোধ না করায় ফিফা মোহামডোনের ফুটবলার নিবন্ধনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। আজ ইজিএমে নির্দিষ্ট আলোচ্যসূচির বাইরে ফুটবলে চলমান সংকট নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আর্থিক সংকট উত্তরণ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে।
মোহামেডানের সদস্য অনেক সাবেক তারকা ক্রীড়াবিদ। দাবাড়ু নিয়াজ মোরশেদ, সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি, জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হক, ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, মিনহাজুল আবেদীন নান্নু, হকির তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমিসহ আরো অনেকেই ইজিএমে উপস্থিত ছিলেন।




















