দোষী প্রমানিত হবার আগে নিষিদ্ধ করার বিপক্ষে বিসিবি, ক্রীড়া উপদেষ্টা তার বিপরীত অবস্থানে
- আপডেট সময় : ০৯:৩৯:১০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৬৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিপরীত অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফিক্সিংয়ের সন্দেহের তালিকায় থাকা ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি টুর্ণামেন্টে খেলতে না দেবার পক্ষে ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে দোষী প্রমাণিত হবার আগেই নিষিদ্ধ করার বিপক্ষে বিসিবি।
সব কিছু মিলে বিপিএল আয়োজন করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছিল বিসিবি। একদিকে ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে পারছে না, অন্যদিকে মানসম্পন্ন বিদেশি ক্রিকেটার না থাকার পাশাপাশি মাঠের খেলায় বেশ কিছু ঘটনায় স্পট ফিক্সিংয়ের গন্ধও পাওয়া গেছে। অভিযোগ আসতেই সেটা তদন্ত করতে গত ফেব্রুয়ারিতে তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন বিসিবি।
সেই কমিটি একের পর এক তদন্ত করে সবশেষ ৯০০ পৃষ্ঠার রিপোর্টও জমা দিয়েছে। তবুও ফিক্সিংয়ের কোন সুরাহা করতে পারেনি বিসিবি। সবশেষ অ্যালেক্স মার্শালের টেবিলে গেছে সেই প্রতিবেদন। অধিকতর তদন্তের গোলক ধাঁধায় ছাড় পেয়েছে সন্দেহের তালিকায় থাকা ক্রিকেটাররা। জাতীয় লিগে খেলছে, বিপিএলেও তাদের জন্য দরজা উন্মুক্ত করে দিয়েছে বিসিবি।
এ প্রসঙ্গে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ক্রিকেটাররা আমাদের কাছে নির্দোষ। অ্যান্টি করাপশনের ওয়েবসাইটে যান, ওরা যেভাবে প্রসিডার ফলো করছে, আমরাও সেম প্রসিডার ফলো করে এটার নীতিগত সিদ্ধান্তে আসব তখন।
এদিকে বিসিবির এ সিদ্ধান্তে নাখোশ ক্রীড়া মন্ত্রণালয়। সন্দেহভাজন ক্রিকেটারদের বিপিএলে খেলতে দেবার বিপক্ষে অবস্থান নিয়েছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। ফিক্সিংয়ের সন্দেহের তালিকায় থাকা ক্রিকেটার, কোচ কিংবা সংস্লিষ্ট কেউ যেনো বিপিএলে অংশ নিতে না পারে সে ব্যবস্থা নেবেন ক্রীড়া উপদেষ্টা।
আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেন, ‘আমি উনাদেরকে বলেছি, উনারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে, যাদের ব্যাপারে গুরুতর অভিযোগ এবং প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা বিপিএলের আগেই গ্রহণ করা হবে। সুতরাং ফিক্সারদেরকে নিয়ে বিপিএল হচ্ছে, এ ধরণের কিছু হচ্ছে না।’
উল্লেখ্য, পাঁচ দল নিয়ে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বিপিএলের ১২তম আসর। আসন্ন আসরকে সামনে রেখে আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। তার আগে ফিক্সিং সন্দেহের তালিকায় থাকা না থাকা নিয়ে বিসিবি-ক্রীড়া মন্ত্রণালয়ের বিপরীতমুখী অবস্থান নতুন করে শঙ্কা তৈরি করেছে।























