অবশেষে গামিনিকে বিদায় জানাল বিসিবি
- আপডেট সময় : ০৯:২০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৬৩ বার পড়া হয়েছে
দীর্ঘ ১৬ বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিউরেটর হিসেবে কাজ করেছেন শ্রীলঙ্কান গামিনি ডি সিলভার। কিন্তু দীর্ঘ সময় উইকেট নিয়ে কাজ করেও সেই উইকেট সমালোচনায় তাকে বিসিবি’র চাকরি হারাতে হলো। সম্প্রতি শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই ফর্মেটের সিরিজ শেষ হয়। প্ওরথমে শুরু হয় য়ান ডে সিরিজ। প্রথম ম্যাচেই মিরপুরের উইকেট নিয়ে শুরু হয় রাজ্যের সমালোচনা। ক্রিকেট দুনিয়াব্যাপী সেই সমালোচনায় বিসিবি শেষ পর্যন্ত এই উইকেট রক্ষণাবেক্ষনে থাকা গামিনিকে বিদায় জানাল।
আজ শনিবার ৮ নভেম্বর মিরপুরে গামিনিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে বিসিবি। এদিন মিরপুরে তার হাতে বিদায়ী স্মারক তুলে দেন বিসিবির বোর্ড কর্তারা। দীর্ঘদিন যাদের নিয়ে কাজ করেছেন, সেই মাঠকর্মীরাও শুভকামনা জানিয়েছেন তাকে।
চলতি বছরের জুলাইয়ে গামিনির সাথে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছিল বিসিবি। তবে তার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিতে হচ্ছে তাকে।
২০০৯ সালে বিসিবিতে যোগ দেন গামিনি। এরপর থেকে ৩২টি টেস্ট, ১০৬টি ওডিআই ও ৬৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির জন্য মাঠ প্রস্তুত করেন এই কিউরেটর। বড় ইভেন্টের মধ্যে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, তিনটি এশিয়া কাপ এবং বিপিএলে কাজ করেছেন গামিনি।
বর্তমানে বাংলাদেশের মাঠের পাশাপাশি উইকেটগুলো দেখভাল করছেন আইসিসির সাবেক কিউরেটর টনি হেমিং। মূলত হেমিং আসার পর থেকেই গামিনির কাজের পরিধি কমে যায়। যার ফলে বিদায় নিতে হলো চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই।




















