ঢাকা ০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অবশেষে খেলোয়াড় তালিকা প্রকাশ করলো বাফুফে

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪২:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ৬৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। তারই প্রস্তুতি হিসেবে আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে চলছে জাতীয় দলের অনুশীলন। গত ৩১ অক্টোবর শুরু হয় অনুশীলন ক্যাম্প। কিন্তু এখনো পর্যন্ত ক্যাম্পে জাতীয় দলের সবাই অনুপস্থিত। ১৪ ফুটবলার রিপোর্ট করেছিলেন ম্যানেজার আমের খানের কাছে।এমন কি জাতীয় দলের খেলোয়াড়দের তালিকাও প্রকাশ করা হয়নি। মঙ্গলবার প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা যোগ দিতেই জানা‍ গেলো জাতীয় দলের তালিকা। এই তালিকা আগে থেকেই বাফুফের কাছে জমা দেয়া ছিলো। কিন্তু সেটা বাফুফে রহস্যজনক কারণে প্রকাশ করেনি।

মঙ্গলবার অনুশীলনে যোগ দিয়েই জাতীয় দল প্রকাশ নিয়ে ক্যাবরেরা জানান, ‘খেলোয়াড় তালিকা প্রকাশ করা যাবে না, এমন কোনো নির্দেশনা আমার ছিল না। সব সময়ই আমি তালিকা শুরুতে দিয়ে দেই। সেটা প্রকাশ করা না করার সিদ্ধান্ত বাফুফে।’

অথচ এতদিন বাফুফে দায় চাপিয়ে আসছিল কোচের ওপর। কোচ যা বলেছেন তাতে দায়টা বাফুফের। দায় চাপানোর এই প্রতিযোগিতার মধ্যে বুধবার সন্ধ্যায় বাফুফে একটি খেলোয়াড় তালিকা গণমাধ্যমে পাঠিয়েছে। বাফুফে ২৭ খেলোয়াড়ের নাম প্রকাশ করলো ক্যাম্প শুরুর প্রায় এক সপ্তাহ পর। সাধারণত রেওয়াজ হলো- প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়ে রিপোর্টিংয়ের আগে। এবার তার ব্যত্যয় ঘটলো।

২৭ ফুটবলারের মধ্যে ১৫ জন অনুশীলনে ছিলেন। বাকি ১২ জনের মধ্যে বসুন্ধরা কিংসের ১০ জন, যারা কুয়েত গিয়েছিলেন এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে। আর দুইজন হলেন দলের দুই প্রধান তারকা হামজা দেওয়ান চৌধুরী ও শামিত সোম।
আগের থেকেই জানা ছিল ডাকা হবে ফাহামিদুল ইসলামকে। তিনি হলুদ কার্ডের জন্য এমনিতেই এক ম্যাচ নিষিদ্ধ আছেন। তাই শুধু নেপাল ম্যাচের জন্য তাকে উড়িয়ে আনা প্রয়োজন মনে করেননি কোচ।

প্রাথমিক দলে ডাক পাওয়া ২৭ ফুটবলার
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
রক্ষণভাগ: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন।
মধ্যমাঠ: কাজেম কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শামিত সোম।
আক্রমণভাগ : মোহাম্মদ ইব্রাহীম, আল-আমিন, আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অবশেষে খেলোয়াড় তালিকা প্রকাশ করলো বাফুফে

আপডেট সময় : ০৯:৪২:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। তারই প্রস্তুতি হিসেবে আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে চলছে জাতীয় দলের অনুশীলন। গত ৩১ অক্টোবর শুরু হয় অনুশীলন ক্যাম্প। কিন্তু এখনো পর্যন্ত ক্যাম্পে জাতীয় দলের সবাই অনুপস্থিত। ১৪ ফুটবলার রিপোর্ট করেছিলেন ম্যানেজার আমের খানের কাছে।এমন কি জাতীয় দলের খেলোয়াড়দের তালিকাও প্রকাশ করা হয়নি। মঙ্গলবার প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা যোগ দিতেই জানা‍ গেলো জাতীয় দলের তালিকা। এই তালিকা আগে থেকেই বাফুফের কাছে জমা দেয়া ছিলো। কিন্তু সেটা বাফুফে রহস্যজনক কারণে প্রকাশ করেনি।

মঙ্গলবার অনুশীলনে যোগ দিয়েই জাতীয় দল প্রকাশ নিয়ে ক্যাবরেরা জানান, ‘খেলোয়াড় তালিকা প্রকাশ করা যাবে না, এমন কোনো নির্দেশনা আমার ছিল না। সব সময়ই আমি তালিকা শুরুতে দিয়ে দেই। সেটা প্রকাশ করা না করার সিদ্ধান্ত বাফুফে।’

অথচ এতদিন বাফুফে দায় চাপিয়ে আসছিল কোচের ওপর। কোচ যা বলেছেন তাতে দায়টা বাফুফের। দায় চাপানোর এই প্রতিযোগিতার মধ্যে বুধবার সন্ধ্যায় বাফুফে একটি খেলোয়াড় তালিকা গণমাধ্যমে পাঠিয়েছে। বাফুফে ২৭ খেলোয়াড়ের নাম প্রকাশ করলো ক্যাম্প শুরুর প্রায় এক সপ্তাহ পর। সাধারণত রেওয়াজ হলো- প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়ে রিপোর্টিংয়ের আগে। এবার তার ব্যত্যয় ঘটলো।

২৭ ফুটবলারের মধ্যে ১৫ জন অনুশীলনে ছিলেন। বাকি ১২ জনের মধ্যে বসুন্ধরা কিংসের ১০ জন, যারা কুয়েত গিয়েছিলেন এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে। আর দুইজন হলেন দলের দুই প্রধান তারকা হামজা দেওয়ান চৌধুরী ও শামিত সোম।
আগের থেকেই জানা ছিল ডাকা হবে ফাহামিদুল ইসলামকে। তিনি হলুদ কার্ডের জন্য এমনিতেই এক ম্যাচ নিষিদ্ধ আছেন। তাই শুধু নেপাল ম্যাচের জন্য তাকে উড়িয়ে আনা প্রয়োজন মনে করেননি কোচ।

প্রাথমিক দলে ডাক পাওয়া ২৭ ফুটবলার
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
রক্ষণভাগ: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন।
মধ্যমাঠ: কাজেম কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শামিত সোম।
আক্রমণভাগ : মোহাম্মদ ইব্রাহীম, আল-আমিন, আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন।