ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় জয়ে ফাইনালের পথে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৫০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুবাইয়ের রঙিন বলের উত্তেজনা যেন বাংলাদেশ ছুঁয়েছে। মাঠের দর্শকসহ সবার দৃষ্টি কয়েক হাজার মাইল দূরের বাইশ গজের লড়াইয়ের দিকে। এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে লড়ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। বাঘে সিংহের এই লড়াইটি সত্যিকার অর্থেই ছিলো জমজমাট। ছিলো দারুণ নাটকীয়তা। ম্যাচ জয়ের জন্য শেষ মূহুর্ত পর্যন্ত অপেক্ষায় থেকেছেন সবাই। শেষ স্বস্তির হাসিটা হাসলো বাংলাদেশ। শেষ মূহুর্তের একটি রান শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে বাংলাদেশ সুপার ফোরের শুভ সূচনা করলো ।  ফাইনালের পথে এগিয়ে গেলো এক ধাপ।

বাংলাদেশের আমন্ত্রণে প্রথমে ব্যাট করতে এসে শ্রীলঙ্কার গড়া ১৬৯ রানের লক্ষ্য বড় লক্ষ্য বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ বলে ধরে নেয়া হওয়াটাই ছিলো স্বাভাবিক। কিন্তু বিশালি এই চ্যালেঞ্জ জমিয়ে দেন বাংলাদেশের তিন ব্যাটার সাইফ,তৌহিদ হৃদয় ও শামীম পাটোয়ারী। কঠিন ম্যাচ সহজ করে তোলেন তারা। এরপরও অনিশ্চয়তার খেলা বলে নাটকীয়তা ভর করে শেষের ওভারে। বাংলাদেশের হাতের মুঠোয় চলে আসা ম্যাচটিতে যেন হঠাৎ সমুদ্রের উত্তাল ঢেউ আঁচড়ে পড়লো। তীরে এসেও তরী ডুবে যাওয়ার দশা।

শেষ ৬ বলে ৫ রান দরকার। দাসুন শানাকার করা শেষ ওভারের প্রথম বলে ৪ মেরে ব্যবধানটাকে ১ রানে নামিয়ে আনলেন জাকের আলী। সেই ১ রান করতে আরও ৪ বল খেলতে হলো বাংলাদেশকে। দ্বিতীয় বলে বোল্ড জাকের। তৃতীয় বলে রান হয়নি। চতুর্থ বলটি ছিল শর্ট, সেই বলে উইকেটকিপারকে ক্যাচ দিলেন মেহেদী হাসান। অন্য প্রান্তে তখন শামীম পাটোয়ারী রাগে কাঁপছিলেন। পরের বলটায় নতুন ব্যাটসম্যান নাসুম আহমেদ শর্ট থার্ডম্যানে পাঠিয়েই ১ রান নিয়ে দলকে জিতালেন। তীরের তরী যেন শান্ত হয়ে ‍উঠলো। উত্তাল জোয়ারে ভেসে উঠলো দুবাইয়ের মাঠ।  প্রবাসী বাঙালীদের মনে ভেসে উঠলো আনন্দের জোয়ার।

বাংলাদেশের ম্যাচ জয়ের দুই কারিগর সাইফ হাসান ৪৫ বলে ৬১ এবং তৌহিদ হৃদয় ৩৭ বলে ৫৮ রান করেন। এছাড়া লিটন দাস ২৩ ,শামীম হোসেন পাটোয়ারী ১৪ এবং জাকের আলী ৯ রান করেন।

শ্রীলঙ্কার পক্ষে হাসারাঙ্গা ও শানাঙ্কা দুটি করে উইকেট লাভ করেন। এছাড়া দলটির হয়ে দুসান শানাঙ্কা সর্বোচ্চ ৬৪ রান করেন। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ২০ রানে ৩টি এবং মেহেদী হাসান ২৫ রানে ২ উইকেট লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় জয়ে ফাইনালের পথে বাংলাদেশ

আপডেট সময় : ০১:০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

দুবাইয়ের রঙিন বলের উত্তেজনা যেন বাংলাদেশ ছুঁয়েছে। মাঠের দর্শকসহ সবার দৃষ্টি কয়েক হাজার মাইল দূরের বাইশ গজের লড়াইয়ের দিকে। এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে লড়ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। বাঘে সিংহের এই লড়াইটি সত্যিকার অর্থেই ছিলো জমজমাট। ছিলো দারুণ নাটকীয়তা। ম্যাচ জয়ের জন্য শেষ মূহুর্ত পর্যন্ত অপেক্ষায় থেকেছেন সবাই। শেষ স্বস্তির হাসিটা হাসলো বাংলাদেশ। শেষ মূহুর্তের একটি রান শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে বাংলাদেশ সুপার ফোরের শুভ সূচনা করলো ।  ফাইনালের পথে এগিয়ে গেলো এক ধাপ।

বাংলাদেশের আমন্ত্রণে প্রথমে ব্যাট করতে এসে শ্রীলঙ্কার গড়া ১৬৯ রানের লক্ষ্য বড় লক্ষ্য বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ বলে ধরে নেয়া হওয়াটাই ছিলো স্বাভাবিক। কিন্তু বিশালি এই চ্যালেঞ্জ জমিয়ে দেন বাংলাদেশের তিন ব্যাটার সাইফ,তৌহিদ হৃদয় ও শামীম পাটোয়ারী। কঠিন ম্যাচ সহজ করে তোলেন তারা। এরপরও অনিশ্চয়তার খেলা বলে নাটকীয়তা ভর করে শেষের ওভারে। বাংলাদেশের হাতের মুঠোয় চলে আসা ম্যাচটিতে যেন হঠাৎ সমুদ্রের উত্তাল ঢেউ আঁচড়ে পড়লো। তীরে এসেও তরী ডুবে যাওয়ার দশা।

শেষ ৬ বলে ৫ রান দরকার। দাসুন শানাকার করা শেষ ওভারের প্রথম বলে ৪ মেরে ব্যবধানটাকে ১ রানে নামিয়ে আনলেন জাকের আলী। সেই ১ রান করতে আরও ৪ বল খেলতে হলো বাংলাদেশকে। দ্বিতীয় বলে বোল্ড জাকের। তৃতীয় বলে রান হয়নি। চতুর্থ বলটি ছিল শর্ট, সেই বলে উইকেটকিপারকে ক্যাচ দিলেন মেহেদী হাসান। অন্য প্রান্তে তখন শামীম পাটোয়ারী রাগে কাঁপছিলেন। পরের বলটায় নতুন ব্যাটসম্যান নাসুম আহমেদ শর্ট থার্ডম্যানে পাঠিয়েই ১ রান নিয়ে দলকে জিতালেন। তীরের তরী যেন শান্ত হয়ে ‍উঠলো। উত্তাল জোয়ারে ভেসে উঠলো দুবাইয়ের মাঠ।  প্রবাসী বাঙালীদের মনে ভেসে উঠলো আনন্দের জোয়ার।

বাংলাদেশের ম্যাচ জয়ের দুই কারিগর সাইফ হাসান ৪৫ বলে ৬১ এবং তৌহিদ হৃদয় ৩৭ বলে ৫৮ রান করেন। এছাড়া লিটন দাস ২৩ ,শামীম হোসেন পাটোয়ারী ১৪ এবং জাকের আলী ৯ রান করেন।

শ্রীলঙ্কার পক্ষে হাসারাঙ্গা ও শানাঙ্কা দুটি করে উইকেট লাভ করেন। এছাড়া দলটির হয়ে দুসান শানাঙ্কা সর্বোচ্চ ৬৪ রান করেন। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ২০ রানে ৩টি এবং মেহেদী হাসান ২৫ রানে ২ উইকেট লাভ করেন।