বিসিবি নির্বাচনে সরাসরি লড়াই করবেন বুলবুল
- আপডেট সময় : ০৭:০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৯৬ বার পড়া হয়েছে
কিছুতিন আগেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশগ্রহন করা নিয়ে মুখ খুলেন নি। বুঝিয়েছিলেন এর পিছনে থাকতে বড় শক্তি। অর্থাৎ রাজনৈতিক শক্তি। বর্তমান সভাপতি আমিনুল ইসলামের মধ্যে সে রকম কিছু দেখতে পাওয়া যায়নি। তাই হয়ত নির্বাচনের বিষয়টি উঠতেই বলতেন আমি কাজ করতে এসেছি,কাজ করতে পছন্দ করি।
দুদিন পরেই আমিনুল ইসলাম বুলবুলের কন্ঠে আওয়াজ উওেঠছে আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেয়ার। তিনি আসন্ন বিসিবি’র সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন। আশাবাদ ব্যক্ত করছেন জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় কাউন্সিলর পদ পাওয়ার। তবে এটা ঠিক যদি ডিসেম্বরেই বিসিবি’র নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কাউন্সিলর পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে বুলবুলের। তাতে নির্বাচিতও হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। এতে করে মনে করা যেতেই পারে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জোরালের সমর্থন পেতে পারেন বুলবুল।
আমিনুল ইসলাম বুলবুলের নির্বাচনে অংশ নেয়ার আশাবাদ ব্যক্ত করার পর থেকে এমন সব আলোচনা চলছে ক্রিকেট পাড়ায়।
মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে বুলবুল নিশ্চিত করেছেন যে তিনি নির্বাচনে অংশ নিতে চান। সেখানে তার সঙ্গে ছিলেন আরও দুই পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও স্বপন চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন তিনি।
উপস্থিত সাংবাদিকদের বুলবুক্ল বলেন, ‘অক্টোবরে প্রথম সপ্তাহে, ইনশাআল্লাহ, আমরা নির্বাচন করব। সুষ্ঠু নির্বাচন হবে। এখানে সরাসরি সভাপতি নির্বাচিত হন না; পরিচালকরা নির্বাচিত হন।’
তিনি আরও বলেন, ‘ওটাই প্রথম লক্ষ্য, আমি চেষ্টা করব থাকতে। পরবর্তীতে যদি সুযোগ পাই, যেকোনোভাবে দেশের সেবা করার চেষ্টা করব।’
বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই বুলবুল একাধিকবার গণমাধ্যমে জানিয়েছেন যে তিনি তার ভূমিকা ‘টি২০ ইনিংস’-এর মতো দেখেন—অর্থাৎ দীর্ঘ সময় দায়িত্বে থাকার কোনো ইচ্ছা নেই। তবে এখন দীর্ঘ সময় বিসিবির থাকার ইচ্ছাই প্রকাশ করছেন তিনি।
সাম্প্রতিক সময়ে আলোচনা উঠেছে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) তার পরিচালক পদে থাকা নিয়ে—যে পথ দিয়েই তিনি বিসিবিতে প্রবেশ করেছিলেন, ফারুক আহমেদকে সরিয়ে। পরে এনএসসি ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল করলে ৩০ মে আনুষ্ঠানিকভাবে বিসিবির সভাপতি নির্বাচিত হন বুলবুল।
তবে তার সর্বশেষ ঘোষণার পর স্পষ্ট হয়ে উঠেছে, বুলবুল হয়তো আর এনএসসি-মনোনীত পরিচালক হিসেবে থাকছেন না। বরং আসন্ন বিসিবি নির্বাচনে তিনি সরাসরি অংশ নেবেন, যা অনুষ্ঠিত হবে অক্টোবরে প্রথম সপ্তাহে। যদি সফল হন, তবে তিনি চার বছরের জন্য বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন এবং চাইলে পরবর্তীতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগও পাবেন।
জানা যায়, বুলবুল এবার আঞ্চলিক ও জেলা ক্রীড়া সমিতির কাউন্সিলরশিপ ক্যাটাগরি থেকে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন। তিনি হয় ঢাকা বিভাগ কিংবা ঢাকা জেলা ক্রীড়া সমিতির কাউন্সিলরশিপ থেকে মনোনয়ন নেবেন।
২৫ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদের মধ্যে ১০ পরিচালক নির্বাচিত হন আঞ্চলিক ও জেলা ক্রীড়া সমিতির কাউন্সিলরদের মাধ্যমে। এছাড়া ঢাকা মহানগরীর ক্লাব প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন ১২ পরিচালক। ‘অন্যান্য’ ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হন, আর এনএসসি থেকে দুই পরিচালক মনোনীত করার ক্ষমতা রয়েছে।
এর আগে সাবেক জাতীয় দলনেতা তামিম ইকবালও এক জাতীয় দৈনিকে সাক্ষাৎকারে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। শিগগিরই বিসিবি তিন সদস্যের একটি নির্বাচন কমিশন ঘোষণা করবে, যারা নির্বাচনের রোডম্যাপ তৈরির দায়িত্বে থাকবে।




















