ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ডাচদের হেসে খেলে হারালো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ৫৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডাচদের বিপক্ষে বাংলাদেশ জিতবে  এমন প্রত্যশা শুরু থেকেই ছিলো সবার। কিন্তু খেলা শুরুর আগে ইউরোপের এই দলটির দলনেতার হাঁক-ঢাক শুনে কিছুটা ভাবিয়ে তুলেছিলো স্বাগতিকদের। ইংলিশ কাউন্টি লিগ খেলুড়ে অনেক খেলোয়াড়ই আছেন এই দলে। মূলত ভয়টা ছিলো সেখানেই। একটু ব্যাটিং সহায়ক উইকেট পেলে রানের দুর্গ গড়ে তোলার যোগ্যতা তাদের রয়েছে।

সিলেটের মাঠে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তার ছিলে পোটা দেখাতে পারেনি নেদারল্যান্ডস। অনায়াসেই প্রথম ম্যাচের জয়টা তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। লিটন কুমার দাসরা  প্রথম ম্যাচে মাঠের পারফরম্যান্সে সেটার ছাপ দেখিয়েছেন। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে হারালো ডাচদের। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল লিটন দাসের দল।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন তেজা। বাংলাদেশের হয়ে ২৮ রানে ৪ উইকেট শিকার করে সেরা বোলার তাসকিন। জবাবে খেলতে নেমে ১৩ ওভার তিন বলে জয়ের লক্ষ্যে পৌছে যায় টাইগাররা।

সিলেট ক্রিকেট স্টেডিয়ামে লক্ষ্য তাড়ায় বেশ আত্মবিশ্বাসী হয়ে শুরু করে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে তা প্রমাণ করেন টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন। ইনিংসের প্রথম ওভারে নেদারল্যান্ডসের স্পিনার আরিয়ান দত্তকে দুই চার ও এক ছক্কা মেরে তোলেন ১৪ রান।

তবে আক্রমণাত্মক শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশ ওপেনার। ৮ বলে ১৫ রান করেই সাজঘরে ফেরেন বাঁহাতি তরুণ ব্যাটার। ইনিংসের তৃতীয় ওভারে সেই আরিয়ান দত্তের বলেই বোল্ড হন ইমন।

দ্বিতীয় উইকেটে ৩৯ বলে ৬৬ রানের জুটি করেন তানজিদ তামিম ও লিটন। ২৪ বলে ২৯ রান করেন ফেরেন তানজিদ। ২৬ বলে ফিফটি করেন লিটন। এটি ডানহাতি ব্যাটারের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩তম ফিফটি। শেষ পর্যন্ত ৫৪ রানে অপরাজিত থেকে দল জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। লিটনের সঙ্গে সাইফ হাসান অপরাজিত থাকেন ১৯ বলে ৩৬ রানে।

এর আগে নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ২৬ বলে ২৬ রান করেন তেজা নিদামানুরু। ওপেনার ম্যাক্স ও’ডাউড ১৫ বলে ২৩, টিম প্রিংগেল ১৪ বলে ১৬ ও শরিজ আহমেদ ১৪ বলে ১৫ রান করেন।

বল হাতে বাংলাদেশের হয়ে ২৮ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হন তাসকিন আহমেদ। সাইফ হাসান ২টি, আর মোস্তাফিজুর রহমান নেন ১ উইকেট। নেদারল্যান্ডসের হয়ে ১টি করে উইকেট নেন আরিয়ান দত্ত ও টিম প্রিংগেল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডাচদের হেসে খেলে হারালো বাংলাদেশ

আপডেট সময় : ১০:১৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ডাচদের বিপক্ষে বাংলাদেশ জিতবে  এমন প্রত্যশা শুরু থেকেই ছিলো সবার। কিন্তু খেলা শুরুর আগে ইউরোপের এই দলটির দলনেতার হাঁক-ঢাক শুনে কিছুটা ভাবিয়ে তুলেছিলো স্বাগতিকদের। ইংলিশ কাউন্টি লিগ খেলুড়ে অনেক খেলোয়াড়ই আছেন এই দলে। মূলত ভয়টা ছিলো সেখানেই। একটু ব্যাটিং সহায়ক উইকেট পেলে রানের দুর্গ গড়ে তোলার যোগ্যতা তাদের রয়েছে।

সিলেটের মাঠে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তার ছিলে পোটা দেখাতে পারেনি নেদারল্যান্ডস। অনায়াসেই প্রথম ম্যাচের জয়টা তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। লিটন কুমার দাসরা  প্রথম ম্যাচে মাঠের পারফরম্যান্সে সেটার ছাপ দেখিয়েছেন। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে হারালো ডাচদের। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল লিটন দাসের দল।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন তেজা। বাংলাদেশের হয়ে ২৮ রানে ৪ উইকেট শিকার করে সেরা বোলার তাসকিন। জবাবে খেলতে নেমে ১৩ ওভার তিন বলে জয়ের লক্ষ্যে পৌছে যায় টাইগাররা।

সিলেট ক্রিকেট স্টেডিয়ামে লক্ষ্য তাড়ায় বেশ আত্মবিশ্বাসী হয়ে শুরু করে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে তা প্রমাণ করেন টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন। ইনিংসের প্রথম ওভারে নেদারল্যান্ডসের স্পিনার আরিয়ান দত্তকে দুই চার ও এক ছক্কা মেরে তোলেন ১৪ রান।

তবে আক্রমণাত্মক শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশ ওপেনার। ৮ বলে ১৫ রান করেই সাজঘরে ফেরেন বাঁহাতি তরুণ ব্যাটার। ইনিংসের তৃতীয় ওভারে সেই আরিয়ান দত্তের বলেই বোল্ড হন ইমন।

দ্বিতীয় উইকেটে ৩৯ বলে ৬৬ রানের জুটি করেন তানজিদ তামিম ও লিটন। ২৪ বলে ২৯ রান করেন ফেরেন তানজিদ। ২৬ বলে ফিফটি করেন লিটন। এটি ডানহাতি ব্যাটারের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩তম ফিফটি। শেষ পর্যন্ত ৫৪ রানে অপরাজিত থেকে দল জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। লিটনের সঙ্গে সাইফ হাসান অপরাজিত থাকেন ১৯ বলে ৩৬ রানে।

এর আগে নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ২৬ বলে ২৬ রান করেন তেজা নিদামানুরু। ওপেনার ম্যাক্স ও’ডাউড ১৫ বলে ২৩, টিম প্রিংগেল ১৪ বলে ১৬ ও শরিজ আহমেদ ১৪ বলে ১৫ রান করেন।

বল হাতে বাংলাদেশের হয়ে ২৮ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হন তাসকিন আহমেদ। সাইফ হাসান ২টি, আর মোস্তাফিজুর রহমান নেন ১ উইকেট। নেদারল্যান্ডসের হয়ে ১টি করে উইকেট নেন আরিয়ান দত্ত ও টিম প্রিংগেল।