শনিবার সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টুয়েন্টি লড়াই, ডাচদের হুঙ্কারে সতর্ক লিটন দাস

- আপডেট সময় : ১২:১৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / ৭২ বার পড়া হয়েছে
শুক্রবার সপ্তাহিক বন্ধের দিন। জুমার নামাজের ব্যস্ততায় কাটবে অনেকটা সময়। তাই হয়ত অফিসিয়ালী অনুশীলন রাখা হয়নি। তবুও ঐচ্ছিক অনুশীলন হিসেবে কেউ না কেউ নিজেকে শেষবারের মতো পরখ করে নিতেই পারেন। অফিসিয়ালী অনুশীলন না থাকায় আজ বৃহস্পতিবারেই বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ পূর্ব সংবাদসম্মেলন আয়োজন করেছে সিলেটে। ম্যাচ পূর্ব দুই দলের প্রতিক্রিয়া ব্যক্ত করাটা ক্রিকেটিয় রীতি-নীতির অংশ। সেখানে ম্যাচ নিয়ে দু‘দল নিজেদের প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশ মূলত এই সিরিজটিকে দেখছে এশিয়াকাপের প্রস্তুতির অংশ হিসেবে। কিন্তু তাই বলে দূর্বল ডাচদের বিরুদ্ধে? এ নিয়ে ক্রিকেট পাড়ায় কথা ওঠেছে অনেক। কিন্তু বাস্তবিক অর্থে টি-টুয়েন্টির মাঠের লড়াইটা কিন্তু ভিন্ন। হয়ত সে দিক বিবেচনায় মাঠের লড়াইয়ের আগেই বাংলাদেশ দলকে হুঙ্কার দিয়ে রেখেছে ডাচ অধিনায়ক স্কট এডওয়াডস। বাংলাদেশকে তারা সিরিজ হারাতে এসেছে।
তিনি বলেন, ‘প্রতিটা সিরিজ সবাই জেতার জন্যই খেলে। আশা করছি আমরা এখানে ভালো ক্রিকেট খেলবো। যদি যথেষ্ট ভালো খেলতে পারি, তাহলে সিরিজ জেতার একটা সুযোগ আছে। আমার মনে হয় স্কোয়াডে আত্মবিশ্বাসটাও বাড়ছে সবার মধ্যে। বিশ্বকাপ আর কোয়ালিফায়ারে আমরা অনেক হাই-প্রেশার ম্যাচ খেলেছি। আমাদের সাম্প্রতিক পারফরম্যান্সও বলছে, নিজেদের দিনে আমরা যেকোনো দলকে হারাতে পারি।’
ডাচ অধিনায়ক নিজেদের সম্ভাবনা নিয়ে বলেন, ‘আশা করছি এখানকার চ্যালেঞ্জটা আমরা উৎরে যাব। খুব বেশি এমন সিরিজ পাই না আমরা। তবে এমন সিরিজই আমরা খেলতে চাই। আমাদের দলের অনেকেই এই কন্ডিশনে খেলে গিয়েছে, উপমহাদেশের মাঠে আমরাও চাইব তাদের সেই অভিজ্ঞতা কাজে লাগাতে, নতুন যারা আছে তাদের সাথে সেসব শেয়ার করতে। কিন্তু এই সিরিজটা কঠিন হতে যাচ্ছে, বাংলাদেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলা বলে কথা। অনেক দলই এখানে আসে, খেলে, সংগ্রামই করে। আমরা জানি সিরিজটা কঠিন হবে।’
ডাচ অধিনায়কের হুঙ্কার শুনে সতর্ক ব্যাট চালালেন লিটন কুমার দাস। যেহেতু দলটি ২০২৬ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে,সুতরাং তাদের খাটো করে দেখার কোন সুযোগ নাই। কথার ব্যাটিংয়ে সচেত ন লিটন জানালেন নিজেরা ফেভারিট দল হলেও নেদারল্যান্ডস সিরিজেও হতে পারে চ্যালেঞ্জিং।
লিটন দাস মনে করেন, উইকেট যদি খুব ভালো হয়, তাহলে খেলা জমবে। লড়াই হতে পারে সেয়ানে সেয়ানে। কারণ ডাচরাও ভালো উইকেটে খেলে অভ্যস্ত। তারা ভালো উইকেট পেলে অবশ্যই ভালো খেলবে। তখন লড়াইও জমবে।
লিটন আরও বলেন, ‘দেখেন যেকোনো আন্তর্জাতিক ম্যাচই আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। নেদারল্যান্ডও ভালো টিম। হয়তো বা তারা এই কন্ডিশনে খুব একটা খেলে না। যদি ভালো উইকেট হয়, ডাচরা ভালো উইকেটে ক্রিকেট খেলে অভ্যস্ত।’