ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হামজাদের আটকাতে নেপালের চলছে পুরোদমে অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • / ৫৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ফুটবল দল এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তিন প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, শমিত সোম এবং মিচেল কিউবা’র অন্তর্বভূক্তিতে বাংলাদেশ দল আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হওয়াই স্বাভাবিক। এএফসি ফূ্টবলে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে নেপালে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। যদিও ওই দুই ম্যাচে হামজা এবং শমিত সোমকে পাচ্ছে না বাংলাদেশ দল। নিজ ক্লাবের খেলা থাকায় তাদের বাদ দিয়েই বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। সে লক্ষে বাংলাদেশ দলের প্রস্তুতিটা এখনো ঠিক-ঠাকভাবে শুরু না হলেও নেপাল পুরোদমে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে তাদের প্রথম ধাপের অনুশীলন শেষ হয়ে চলছে দ্বিতীয় ধাপের অনুশীলন। সেখানে বাংলাদেশ ঠিক মতো শুরুই করতে পারছে না।

বাংলাদেশ দল মাত্র আজ ১২ জন ফুটবলার নিয়ে ক্যাম্প শুরু করে। বসুন্ধরা ক্লাব কোন ফুটবলারকে না ছাড়ায়  এদের নিয়েই চলে ক্লোজ ডোর অনুশীলন।

এ নিয়ে জাতীয় দলের মিডিয়া ম্যানেজার আমের খান বলেন, ‘আমরা আজ দুপুরের পর জানতে পারি বসুন্ধরা কিংস খেলোয়াড় ছাড়ছে না। এটা অবশ্যই কোচের জন্য কঠিন। এরপরও অনুশীলন চলছে।’

১২-১৩ জন দিয়ে ফুটবলে অনুশীলন অসম্ভব। বসুন্ধরা কিংস কবে নাগাদ খেলোয়াড় ছাড়বে সেই নিশ্চয়তাও নেই। তাই ম্যানেজারের কণ্ঠে তরুণ খেলোয়াড়দের ডাক পাওয়ার আভাস, ‘আমাদের ম্যানেজমেন্টকে বিষয়টি জানানো হয়েছে। তারা নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত কিংবা নির্দেশনা দেবেন। তরুণ কয়েকজনকে ডেকে অনুশীলন চলতে পারে। বসুন্ধরা কিংস এখন খেলোয়াড় না ছাড়লেও সেপ্টেম্বর উইন্ডোতে খেলার সময় ছাড়বে। এখন প্রাক মৌসুমের প্রস্তুতি ও ইনজুরির জন্য তারা অপরাগতা প্রকাশ করে চিঠি দিয়েছে।’ ঢাকা আবাহনী অ-২৩ ও জাতীয় দলের জন্য মোট ১০ জন খেলোয়াড় ছেড়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হামজাদের আটকাতে নেপালের চলছে পুরোদমে অনুশীলন

আপডেট সময় : ০৮:০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

বাংলাদেশ ফুটবল দল এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তিন প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, শমিত সোম এবং মিচেল কিউবা’র অন্তর্বভূক্তিতে বাংলাদেশ দল আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হওয়াই স্বাভাবিক। এএফসি ফূ্টবলে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে নেপালে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। যদিও ওই দুই ম্যাচে হামজা এবং শমিত সোমকে পাচ্ছে না বাংলাদেশ দল। নিজ ক্লাবের খেলা থাকায় তাদের বাদ দিয়েই বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। সে লক্ষে বাংলাদেশ দলের প্রস্তুতিটা এখনো ঠিক-ঠাকভাবে শুরু না হলেও নেপাল পুরোদমে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে তাদের প্রথম ধাপের অনুশীলন শেষ হয়ে চলছে দ্বিতীয় ধাপের অনুশীলন। সেখানে বাংলাদেশ ঠিক মতো শুরুই করতে পারছে না।

বাংলাদেশ দল মাত্র আজ ১২ জন ফুটবলার নিয়ে ক্যাম্প শুরু করে। বসুন্ধরা ক্লাব কোন ফুটবলারকে না ছাড়ায়  এদের নিয়েই চলে ক্লোজ ডোর অনুশীলন।

এ নিয়ে জাতীয় দলের মিডিয়া ম্যানেজার আমের খান বলেন, ‘আমরা আজ দুপুরের পর জানতে পারি বসুন্ধরা কিংস খেলোয়াড় ছাড়ছে না। এটা অবশ্যই কোচের জন্য কঠিন। এরপরও অনুশীলন চলছে।’

১২-১৩ জন দিয়ে ফুটবলে অনুশীলন অসম্ভব। বসুন্ধরা কিংস কবে নাগাদ খেলোয়াড় ছাড়বে সেই নিশ্চয়তাও নেই। তাই ম্যানেজারের কণ্ঠে তরুণ খেলোয়াড়দের ডাক পাওয়ার আভাস, ‘আমাদের ম্যানেজমেন্টকে বিষয়টি জানানো হয়েছে। তারা নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত কিংবা নির্দেশনা দেবেন। তরুণ কয়েকজনকে ডেকে অনুশীলন চলতে পারে। বসুন্ধরা কিংস এখন খেলোয়াড় না ছাড়লেও সেপ্টেম্বর উইন্ডোতে খেলার সময় ছাড়বে। এখন প্রাক মৌসুমের প্রস্তুতি ও ইনজুরির জন্য তারা অপরাগতা প্রকাশ করে চিঠি দিয়েছে।’ ঢাকা আবাহনী অ-২৩ ও জাতীয় দলের জন্য মোট ১০ জন খেলোয়াড় ছেড়েছে।