ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যুব হকি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ফ্রান্সের সাথে প্রার্থক্য বড় হলেও ভয় পাচ্ছে না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ৮৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপ হকি। বাংলাদেশ গ্রুপে পড়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। হকি বড় আসরে এবারই প্রথম বাংলাদেশের অবস্থান। কেমন খেলবে প্রতিপক্ষ দলগুলোর বিপক্ষে এ নিয়ে নানা ভাবনা,আলোচনা জন্ম নেয়াই স্বাভাবিক। প্রতিপক্ষ দলগুলো শক্তিশালী বলেই যতো আলোচনা। তবে বাংলাদেশ হকি ফেডারেশন এ নিয়ে মোটেই ভাবনায় নেই। তাদের কাছে যুব হকি সবচে বড় আসরে অংশ নিতে পারাটাই হয়ে উঠছে মর্যাদার। তবে এমন আসরে লড়াকু মনোভাবটা থাকার প্রস্তুতির কথা জানােলেন দলের ডাচ কোচ এসজি আইকম্যান।

বৃহস্পতিবার এই ডাচ কোচ ঢাকায় এসেছেন। পরের দিন ফেডারেশনের সাথে চুক্তিপত্র স্বাক্ষর করেছেন এবং রোববার বিকেলে তাকে গণমাধ্যমের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। দু-একদিনের মধ্যে তিনি দেশে ফিরে যাবেন। আবার এসে ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের দায়িত্ব নেবেন।

বাংলাদেশ হকি ফেডারেশনের সভাকক্ষে দুই সহকারী কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লবকে নিয়ে সংবাদ মাধ্যমের সামনে আসেন আইকম্যান। কোচকে পরিচয় করিয়ে দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্ণেল রিয়াজুল হাসান (অব.)।

কয়েকদিন হলো প্রস্তুতি শুরু করেছেন খেলোয়াড়রা। হাতে বেশি সময়ও নেই। এই অল্প সময়ে বিশ্বকাপের মতো আসরে গিয়ে বাংলাদেশ কেমন করতে পারে? নতুন এই কোচ বাস্তবতা মেনেই বললেন, ‘এসব দলের সাথে লড়াই করা কঠিন।’

তাই বলে তিনি ভয়ও পাচ্ছেন না। ভালো রেজাল্ট করার প্রত্যাশার কথা বললেন। এই ভালো রেজাল্ট যে, নিজেদের সাধ্যমত সেরাটা খেলে প্রতিপক্ষের কিছুটা হলেও সমীহ আদায় করা। বাংলাদেশকে কোনো দল যেন উপেক্ষা করতে না পারে। বাংলাদেশ হকিটা খেলতে পারে এই আত্মবিশ্বাস ছেলেদের মধ্যে জাগানোও হবে আমার কাজ’- বলেছেন এই ডাচ কোচ।

বাংলাদেশের হকি নিয়ে আইকম্যান বলেন, ‘বাংলাদেশ হকির দিকে তাকালে দেখা যায়, তারা আক্রমণ করতে ভালোবাসে। কারণ তারা ভাবে, আমি যদি অনেক গোল করি, তাহলে জিতে যাব; কিন্তু তারা ভুলে যায়, যে রক্ষণও করতে হবে। ফলে তারা বল হারায়, প্রতিপক্ষ গোল করে। বেশিরভাগ সময় দেখা যায়, চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ অনেক গোল খেয়ে বসে। তখন তারা ভেঙে পড়ে, হতাশ হয় এবং প্রচুর কার্ড পায়। আমাদের কাজ করতে হবে শৃঙ্খলার ওপরও। প্রথমদিন থেকেই আমরা তাদের শেখাতে চেষ্টা করি, যে কার্ড পাওয়া দলের জন্য খারাপ। এটা তোমার খেলাকে ব্যাহত করে। আমি এমন একটা দল দেখতে চাই যারা শুরু থেকে শেষ পর্যন্ত শৃঙ্খলার সাথে লড়াই করবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুব হকি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ফ্রান্সের সাথে প্রার্থক্য বড় হলেও ভয় পাচ্ছে না বাংলাদেশ

আপডেট সময় : ১০:২৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপ হকি। বাংলাদেশ গ্রুপে পড়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। হকি বড় আসরে এবারই প্রথম বাংলাদেশের অবস্থান। কেমন খেলবে প্রতিপক্ষ দলগুলোর বিপক্ষে এ নিয়ে নানা ভাবনা,আলোচনা জন্ম নেয়াই স্বাভাবিক। প্রতিপক্ষ দলগুলো শক্তিশালী বলেই যতো আলোচনা। তবে বাংলাদেশ হকি ফেডারেশন এ নিয়ে মোটেই ভাবনায় নেই। তাদের কাছে যুব হকি সবচে বড় আসরে অংশ নিতে পারাটাই হয়ে উঠছে মর্যাদার। তবে এমন আসরে লড়াকু মনোভাবটা থাকার প্রস্তুতির কথা জানােলেন দলের ডাচ কোচ এসজি আইকম্যান।

বৃহস্পতিবার এই ডাচ কোচ ঢাকায় এসেছেন। পরের দিন ফেডারেশনের সাথে চুক্তিপত্র স্বাক্ষর করেছেন এবং রোববার বিকেলে তাকে গণমাধ্যমের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। দু-একদিনের মধ্যে তিনি দেশে ফিরে যাবেন। আবার এসে ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের দায়িত্ব নেবেন।

বাংলাদেশ হকি ফেডারেশনের সভাকক্ষে দুই সহকারী কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লবকে নিয়ে সংবাদ মাধ্যমের সামনে আসেন আইকম্যান। কোচকে পরিচয় করিয়ে দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্ণেল রিয়াজুল হাসান (অব.)।

কয়েকদিন হলো প্রস্তুতি শুরু করেছেন খেলোয়াড়রা। হাতে বেশি সময়ও নেই। এই অল্প সময়ে বিশ্বকাপের মতো আসরে গিয়ে বাংলাদেশ কেমন করতে পারে? নতুন এই কোচ বাস্তবতা মেনেই বললেন, ‘এসব দলের সাথে লড়াই করা কঠিন।’

তাই বলে তিনি ভয়ও পাচ্ছেন না। ভালো রেজাল্ট করার প্রত্যাশার কথা বললেন। এই ভালো রেজাল্ট যে, নিজেদের সাধ্যমত সেরাটা খেলে প্রতিপক্ষের কিছুটা হলেও সমীহ আদায় করা। বাংলাদেশকে কোনো দল যেন উপেক্ষা করতে না পারে। বাংলাদেশ হকিটা খেলতে পারে এই আত্মবিশ্বাস ছেলেদের মধ্যে জাগানোও হবে আমার কাজ’- বলেছেন এই ডাচ কোচ।

বাংলাদেশের হকি নিয়ে আইকম্যান বলেন, ‘বাংলাদেশ হকির দিকে তাকালে দেখা যায়, তারা আক্রমণ করতে ভালোবাসে। কারণ তারা ভাবে, আমি যদি অনেক গোল করি, তাহলে জিতে যাব; কিন্তু তারা ভুলে যায়, যে রক্ষণও করতে হবে। ফলে তারা বল হারায়, প্রতিপক্ষ গোল করে। বেশিরভাগ সময় দেখা যায়, চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ অনেক গোল খেয়ে বসে। তখন তারা ভেঙে পড়ে, হতাশ হয় এবং প্রচুর কার্ড পায়। আমাদের কাজ করতে হবে শৃঙ্খলার ওপরও। প্রথমদিন থেকেই আমরা তাদের শেখাতে চেষ্টা করি, যে কার্ড পাওয়া দলের জন্য খারাপ। এটা তোমার খেলাকে ব্যাহত করে। আমি এমন একটা দল দেখতে চাই যারা শুরু থেকে শেষ পর্যন্ত শৃঙ্খলার সাথে লড়াই করবে।’