১৩ আগস্ট জাতীয় দলের ক্যাম্প শুরু

- আপডেট সময় : ০৯:৩১:০৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে
শুরু হয়ে গেছে অনুর্ধ্ব-২৩ দলের ক্যাম্প। অপেক্ষায় আছে সিনিয়র জাতীয় দলের ক্যাম্প শুরুর। জানা যায় আগামী ১৩ আগস্ট থেকে সিনিয়র জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে। এ লক্ষ্যে দুটি উপ কমিটিও গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অ-২৩ দলে ইকবাল হোসেন, ছাইদ হাসান কানন ও শাহাদাত হোসেন এবং জাতীয় দলে আমিরুল ইসলাম বাবু, ইমতিয়াজ হামিদ সবুজ ও মুকিতুর রহমানকে নিয়ে তিন সদস্যের কমিটি গঠন হয়েছে।
এদিকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সিনিয়র জাতীয় দল কাঠমান্ডুতে ফিফা প্রীতি ম্যাচ খেলবে। একই সময় অ-২৩ দল ভিয়েতনামে লড়বে এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইয়ে। একই সময় দুটি খেলা কাছাকাছি সময় পড়ে যায়। তাই বাফুফে দুটি উপ কমিটি গঠন করেছে বলে জানা যায়।
দুই কমিটিকে দল নিয়ে পর্যবেক্ষণের পাশাপাশি স্পন্সর সংগ্রহের নির্দেশনাও দেয়া হয়েছে। জাতীয় দলের পৃষ্ঠপোষক ইউসিবি ব্যাংক রয়েছে এবং স্পন্সরের বিষয়টি মূলত মার্কেটিং কমিটির হলেও এই উপ-কমিটির ঘাড়েও বর্তানো হয়েছে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজেই জাতীয় দল কমিটির চেয়ারম্যান। ফেডারেশনের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান কমিটির ডেপুটির চেয়ারম্যান। গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান ও সাতজন সদস্য- মোট নয় জনের কমিটির নির্দেশনা রয়েছে। সেখানে তাবিথ আউয়ালের এই কমিটি ছিল ১২ জনের। সাখওয়াত হোসেন ভূইয়া শাহীনকে অব্যাহতি দেয়ার পর কমিটির সদস্য এখন ১১ জন।