ভারতের উপর ২৫ শতাংশ কর আদায়ের ঘোষনা যুক্তরাষ্ট্রের, ১ আগস্ট কার্যকর

- আপডেট সময় : ০৯:১৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ৫১ বার পড়া হয়েছে
ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আদায়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ১ আগস্ট থেকে এটি কার্যকর হবে। আজ বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।
এছাড়া, ১ আগস্ট থেকে ভারতকে জরিমানাও দিতে হবে বলে জানান তিনি। তবে কীসের জন্য এই জরিমানা বা এর পরিমাণ নিয়ে তিনি বিস্তারিত জানাননি।
ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যদিও ভারত আমাদের বন্ধু, আমরা বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে। কারণ তাদের শুল্ক অনেক বেশি, বিশ্বের সর্বোচ্চ। যেকোনো দেশের তুলনায় তাদের সঙ্গে বাণিজ্যে সবচেয়ে কঠিন ও বিরক্তিকর কিছু আর্থিক-বহির্ভূত বাধা রয়েছে।’
‘তারা সবসময় রাশিয়া থেকে সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ কেনে এবং চীনের পাশাপাশি রাশিয়ার জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা। এটা এমন অবস্থায় যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক…’ বলেন তিনি।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয় অবশ্য মার্কিন শুল্কের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে জাপান ও দ. কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ট্রাম্পের প্রশাসন। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে ট্রাম্প দুটি চিঠি পোস্ট করেছেন। যেগুলো জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের তিনি পাঠিয়েছিলেন।
তিনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র জাপানের ওপর ২৫ শতাংশ ও দক্ষিণ কোরিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন।