ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / ৫১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বোয়িং কোম্পানির ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।আজ রোববার বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, ‘দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ মার্কিন প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে।’

এর আগে, বাংলাদেশ বোয়িং কোম্পানি থেকে ১৪টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এবার উড়োজাহাজের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে বাণিজ্য সচিব নিশ্চিত করেন। গত সপ্তাহে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ছয় বিলিয়ন ডলারের বেশি বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ ১৪টি বোয়িং উড়োজাহাজ এবং প্রায় ৩ লাখ টন গম আমদানির পরিকল্পনা করেছে।

সচিব বলেন, বোয়িংয়ের ব্যবসাটা কিন্তু সে দেশের সরকার করে না, করে বোয়িং কোম্পানি। আমরা বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছি। যেমন ভারত দিয়েছে ১০০টি, ভিয়েতনাম দিয়েছে ১০০টি, ইন্দোনেশিয়া দিয়েছে ১০০টি।
তিনি বলেন, বোয়িং তার ক্যাপাসিটি অনুযায়ী এগুলো সরবরাহ করবে। সুতরাং এগুলো সরবরাহ করতে তারা অনেক সময় নেবে।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে ১৬২ সিটের ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৪১৯ সিটের ৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর, ৪টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার এবং ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এয়ারক্রাফট রয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে বাংলাদেশ বিমানের মুখপাত্র এ বি এম রওশন কবির বলেন, ‘বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে বিমান কর্তৃপক্ষ অবহিত নয়।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

আপডেট সময় : ০৯:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বোয়িং কোম্পানির ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।আজ রোববার বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, ‘দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ মার্কিন প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে।’

এর আগে, বাংলাদেশ বোয়িং কোম্পানি থেকে ১৪টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এবার উড়োজাহাজের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে বাণিজ্য সচিব নিশ্চিত করেন। গত সপ্তাহে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ছয় বিলিয়ন ডলারের বেশি বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ ১৪টি বোয়িং উড়োজাহাজ এবং প্রায় ৩ লাখ টন গম আমদানির পরিকল্পনা করেছে।

সচিব বলেন, বোয়িংয়ের ব্যবসাটা কিন্তু সে দেশের সরকার করে না, করে বোয়িং কোম্পানি। আমরা বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছি। যেমন ভারত দিয়েছে ১০০টি, ভিয়েতনাম দিয়েছে ১০০টি, ইন্দোনেশিয়া দিয়েছে ১০০টি।
তিনি বলেন, বোয়িং তার ক্যাপাসিটি অনুযায়ী এগুলো সরবরাহ করবে। সুতরাং এগুলো সরবরাহ করতে তারা অনেক সময় নেবে।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে ১৬২ সিটের ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৪১৯ সিটের ৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর, ৪টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার এবং ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এয়ারক্রাফট রয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে বাংলাদেশ বিমানের মুখপাত্র এ বি এম রওশন কবির বলেন, ‘বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে বিমান কর্তৃপক্ষ অবহিত নয়।’