ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এখনো ট্রমা কাটেনি শিক্ষার্থীদের,চলতি সপ্তাহেও মাইলস্টোন স্কুল বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / ৫৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের পর এখনো ট্রমা কাটেনি শিক্ষার্থীদের।যারা দগ্ধ হয়ে মারা গেছেন তারা তো চলেই গেছেন। যারা পোড়া দেহ নিয়ে হাসপাতালে বেঁচে থাকার জন্য যুদ্ধ করছেন তারা জীবিত থেকেও মৃতপ্রায়। প্রতিদিন হাসপাতাল থেকে বেরিয়ে আসছে এক/দুটি করে মৃত্যুর সংবাদ।

আর যারা একেবারেই বেঁচে গেছেন তাদের ভিতর থেকে এখনো আতঙ্ক কাটেনি। স্বাভাবিক হতে পারছেন না সে সকল শিক্ষার্থীরা। চোখের সামনে বন্ধু,ছোট ভাই-বোনেরা আগুণে দগ্ধ হওয়ার দৃশ্য তাদের যেন তাড়া করছে। অনেক শিক্ষার্থীদের তাদের অভিবাবকরা রিহাব করছেন। ডাক্তারের শরনাপন্ন হচ্ছেন। কিন্তু শিক্ষার্থীদের ভিতর থেকে দূর হচ্ছে না সেই ভয়াবহ বিমান বিধ্বস্ত হওয়ার দূর্ঘটনা। শিক্ষার্থীরা ট্রমা কাটিয়ে উঠতে না পারায় চলতি সপ্তাহেও শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে ঠিক কবে ক্লাস-পরীক্ষা চালু হবে তাও নির্ধারণ করা হয়নি এখনো।
মাইলস্টোন স্কুলের দিয়াবাড়ি ক্যাম্পাসের ইংলিশ শাখার অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর আলম খান  বলেন, ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত কমিটি কাজ করছে। শিক্ষার্থীদের ট্রমা এখনো কাটেনি। তাদের জন্য ক্যাম্পাসে তিনজন কাউন্সিসেলিংয়ের জন্য রয়েছেন। শিক্ষার্থী এবং অভিভাবকরা ক্যাম্পাসে গিয়ে তাদের সঙ্গে কথা বলছেন। এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহের ক্লাস-পরীক্ষা চালু করা সম্ভব নয়। কবে নাগাদ চালু হবে তা নিয়েও কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়নি। তবে হয়তো আগামী সপ্তাহে ক্লাস চালু হতে পারে।

এ দিকে, বিমান বিধ্বস্তের ৫ পাঁচদিন পর আজ শনিবার (২৬ জুলাই) স্কুলের সামনে সাধারণ মানুষের জটলা দেখা যায়। বেশিরভাগই গেটের ফাঁকা অংশ দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করছেন। তবে আজ শিক্ষার্থী এবং অভিভাবকদের ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে না। স্কুলের অধিকাংশ শিক্ষার্থী বাবা-মায়ের হাত ধরে ক্যাম্পাসে ঢুকছেন। তবে সাংবাদিকসহ উৎসুক লোকজনকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এখনো ট্রমা কাটেনি শিক্ষার্থীদের,চলতি সপ্তাহেও মাইলস্টোন স্কুল বন্ধ থাকবে

আপডেট সময় : ১২:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের পর এখনো ট্রমা কাটেনি শিক্ষার্থীদের।যারা দগ্ধ হয়ে মারা গেছেন তারা তো চলেই গেছেন। যারা পোড়া দেহ নিয়ে হাসপাতালে বেঁচে থাকার জন্য যুদ্ধ করছেন তারা জীবিত থেকেও মৃতপ্রায়। প্রতিদিন হাসপাতাল থেকে বেরিয়ে আসছে এক/দুটি করে মৃত্যুর সংবাদ।

আর যারা একেবারেই বেঁচে গেছেন তাদের ভিতর থেকে এখনো আতঙ্ক কাটেনি। স্বাভাবিক হতে পারছেন না সে সকল শিক্ষার্থীরা। চোখের সামনে বন্ধু,ছোট ভাই-বোনেরা আগুণে দগ্ধ হওয়ার দৃশ্য তাদের যেন তাড়া করছে। অনেক শিক্ষার্থীদের তাদের অভিবাবকরা রিহাব করছেন। ডাক্তারের শরনাপন্ন হচ্ছেন। কিন্তু শিক্ষার্থীদের ভিতর থেকে দূর হচ্ছে না সেই ভয়াবহ বিমান বিধ্বস্ত হওয়ার দূর্ঘটনা। শিক্ষার্থীরা ট্রমা কাটিয়ে উঠতে না পারায় চলতি সপ্তাহেও শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে ঠিক কবে ক্লাস-পরীক্ষা চালু হবে তাও নির্ধারণ করা হয়নি এখনো।
মাইলস্টোন স্কুলের দিয়াবাড়ি ক্যাম্পাসের ইংলিশ শাখার অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর আলম খান  বলেন, ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত কমিটি কাজ করছে। শিক্ষার্থীদের ট্রমা এখনো কাটেনি। তাদের জন্য ক্যাম্পাসে তিনজন কাউন্সিসেলিংয়ের জন্য রয়েছেন। শিক্ষার্থী এবং অভিভাবকরা ক্যাম্পাসে গিয়ে তাদের সঙ্গে কথা বলছেন। এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহের ক্লাস-পরীক্ষা চালু করা সম্ভব নয়। কবে নাগাদ চালু হবে তা নিয়েও কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়নি। তবে হয়তো আগামী সপ্তাহে ক্লাস চালু হতে পারে।

এ দিকে, বিমান বিধ্বস্তের ৫ পাঁচদিন পর আজ শনিবার (২৬ জুলাই) স্কুলের সামনে সাধারণ মানুষের জটলা দেখা যায়। বেশিরভাগই গেটের ফাঁকা অংশ দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করছেন। তবে আজ শিক্ষার্থী এবং অভিভাবকদের ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে না। স্কুলের অধিকাংশ শিক্ষার্থী বাবা-মায়ের হাত ধরে ক্যাম্পাসে ঢুকছেন। তবে সাংবাদিকসহ উৎসুক লোকজনকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।