ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দামাস্কাসে ইসরায়েলি বিমান হামলা, দ্রুজ সংখ্যালঘুদের রক্ষার অঙ্গীকার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / ৫৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইসরায়েল সাম্প্রতিক একটি বিমান হামলা চালিয়েছে, যার ফলে কয়েকটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। ইসরায়েল দাবি করেছে, এই হামলা তাদের জাতীয় নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের দ্রুজ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে চালানো হয়েছে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা SANA জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে চালানো এই হামলায় রাজধানীর আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। তবে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলেও জানানো হয়েছে। এখন পর্যন্ত হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা সিরিয়ার ভেতরে থাকা কিছু সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে যোগ করা হয়, “আমরা আমাদের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। পাশাপাশি, সিরিয়ার দক্ষিণাঞ্চলে বসবাসকারী দ্রুজ সংখ্যালঘুদের প্রতি হুমকির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

দ্রুজ সম্প্রদায় মূলত লেবানন, সিরিয়া এবং ইসরায়েলে বসবাসকারী একটি ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী। সাম্প্রতিক সময়ে সিরিয়ার দক্ষিণাঞ্চলে দ্রুজ সম্প্রদায়ের ওপর সহিংসতার আশঙ্কা দেখা দেওয়ায় ইসরায়েল এই হামলার যৌক্তিকতা তুলে ধরে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়ে একে দেশটির সার্বভৌমত্বের ওপর লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে। তারা বিষয়টি জাতিসংঘেও উপস্থাপন করার কথা জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, সিরিয়া-ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং এই ধরনের সামরিক পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দামাস্কাসে ইসরায়েলি বিমান হামলা, দ্রুজ সংখ্যালঘুদের রক্ষার অঙ্গীকার

আপডেট সময় : ১১:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইসরায়েল সাম্প্রতিক একটি বিমান হামলা চালিয়েছে, যার ফলে কয়েকটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। ইসরায়েল দাবি করেছে, এই হামলা তাদের জাতীয় নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের দ্রুজ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে চালানো হয়েছে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা SANA জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে চালানো এই হামলায় রাজধানীর আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। তবে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলেও জানানো হয়েছে। এখন পর্যন্ত হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা সিরিয়ার ভেতরে থাকা কিছু সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে যোগ করা হয়, “আমরা আমাদের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। পাশাপাশি, সিরিয়ার দক্ষিণাঞ্চলে বসবাসকারী দ্রুজ সংখ্যালঘুদের প্রতি হুমকির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

দ্রুজ সম্প্রদায় মূলত লেবানন, সিরিয়া এবং ইসরায়েলে বসবাসকারী একটি ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী। সাম্প্রতিক সময়ে সিরিয়ার দক্ষিণাঞ্চলে দ্রুজ সম্প্রদায়ের ওপর সহিংসতার আশঙ্কা দেখা দেওয়ায় ইসরায়েল এই হামলার যৌক্তিকতা তুলে ধরে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়ে একে দেশটির সার্বভৌমত্বের ওপর লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে। তারা বিষয়টি জাতিসংঘেও উপস্থাপন করার কথা জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, সিরিয়া-ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং এই ধরনের সামরিক পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।