মাহেদি হাসানের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের জয়

- আপডেট সময় : ১১:১৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ৫১ বার পড়া হয়েছে
আজকের টি টোয়েন্টি ম্যাচে শ্রিলঙ্কার বিরুদ্ধে বোলিংয়ে চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মাহেদি হাসান। তিনি ৪ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন, যা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রথম থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেন মাহেদি। পাওয়ারপ্লের পর থেকে স্পিন আক্রমণে নেতৃত্ব দেন তিনি। তার বলেই ড্রেসিংরুমে ফেরেন বিপক্ষ দলের মূল ব্যাটাররা। উল্লেখযোগ্যভাবে, নিকলাস পুরান, জনসন চার্লস, রস্টন চেজসহ চারজন ব্যাটার তার শিকারে পরিণত হন।ম্যাচ শেষে মাহেদি জানান, “উইকেট বুঝে বল করেছি। পরিকল্পনা মতো এগোতে পেরেছি বলে ভালো ফল এসেছে।”
শুধু বলেই নয়, ইনিংসের শেষ দিকে ব্যাট হাতেও অবদান রাখেন মাহেদি হাসান। তিনি অপরাজিত ২৬ রান করেন, যা দলের স্কোরে কিছুটা স্থিতিশীলতা আনে।এই জয়ের মাধ্যমে বাংলাদেশ দল আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। মাহেদি হাসানের পারফরম্যান্সে স্পষ্ট হয়, দল এখন কৌশলগত দিক থেকে আরও সুসংগঠিত হচ্ছে।