ক্লাব কাপ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা চেলসির পালমার

ক্রীড়া ডেস্ক
- আপডেট সময় : ০৫:০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ৯০ বার পড়া হয়েছে
ফিফা বিশ্ব ক্লাব কাপের শিরোপা জিতেছে চেলসি। আজ ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে পরাজিত করেছে তারা। দলের পক্ষে জোড়া গোল করেন ইংলিশ স্ট্রাইকার দাতা পালমার। অপর গোলটি করেন প্রথম দুই গোলের অ্যাসিস্ট ব্রাজিলিয়ান স্ট্রাইকা জোয়াও পেদ্রো।
ফাইনালে জোড়া গোল করে টুর্নমেন্ট সেরা হন পালমার। তার হাতে পুরস্কার তুলে দেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া সেরা গোল রক্ষক হন চেলসি গোল রক্ষক রাবার্ট সানচেজ। সেরা গোল দাতা হন রিয়াল মাদ্রিদের গঞ্জালো গার্সিয়া, চার গোল করেন। সেরা উদিয়মান তারকা খেলোয়াড়ের পুরস্কার পান ফরাসি ক্লাব পিএসজির ডিজায়ার ডু।