ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মা-মেয়ে ন্যান্সি-রোদেলার কন্ঠে আসছে একটি গান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুন মুনিরা ন্যান্সি। একজন সংগীত শিল্পী। সংগীত জীবনের শুরু থেকে অসংখ্য স্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। এবার তিনি মেয়ের রোদেলার সাথে প্রথমবার একটি গানে কন্ঠ দিয়েছেন। তাদের এই নতুন গানের শিরোনাম ‘কেন’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর-সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান।
আগামীকাল ১০ জুলাই গানটি প্রকাশ হবে রোদেলার নিজেস্ব ইউটিউব চ্যানেলে। গানটির মিউজিক ভিডিওতে৷ মা-মেয়ে দুজনই অংশ নিয়েছেন।

ন্যান্সি বলেন, ‘প্রথমে গানটি আমারই করার কথা ছিল। পরে মাথায় এলো, এখানে রোদেলার অন্তর্ভুক্তি হলে মন্দ হয় না। প্রথমে গাইয়ে দেখলাম। বেশ ভালোই লাগল। প্রথমবার আমার সঙ্গে কন্যার গান! তাই স্বাভাবিকভাবেই আমি এক্সাইটেড, গর্বিত ও আনন্দিত। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার।’

রোদেলা বলেন, ‘এটা একটা দুঃসাহস আমার জন্য। কারণ আমার মায়ের কণ্ঠ-গান সারাবিশ্বের বাংলাভাষাভাষীদের কাছে জনপ্রিয়। তার ইউনিক স্টাইল রয়েছে। এবার তার সঙ্গে গান গেয়ে ফেললাম। অবশ্য মায়ের অনুপ্রেরণা ও সাহসেই গানটি গাইলাম।’

গীতিকার ফয়সাল রাব্বিকীন বলেন, ‘সময় নিয়ে গানটি করা। মা-মেয়ের কণ্ঠে গান করার পরিকল্পনাটাও ইউনিক। সবচেয়ে বড় কথা গানটি শ্রুতিমধুর ও ভিন্নধর্মী। আমার বিশ্বাস ভালো লাগবে শ্রোতাদের। ‘

প্রত্যয় খান বলেন, ‘একটি একটি ভিন্নধর্মী প্রজেক্ট। ন্যান্সি অনেকের মতো আমারও খুব পছন্দের। তার কণ্ঠ আমার খুব পছন্দ। বড় বিষয় হলো রোদেলার কণ্ঠটাও ইউনিক। সব মিলিয়ে একটি ভালো কাজ করার চেষ্টা করেছি।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মা-মেয়ে ন্যান্সি-রোদেলার কন্ঠে আসছে একটি গান

আপডেট সময় : ০৯:০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

নাজমুন মুনিরা ন্যান্সি। একজন সংগীত শিল্পী। সংগীত জীবনের শুরু থেকে অসংখ্য স্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। এবার তিনি মেয়ের রোদেলার সাথে প্রথমবার একটি গানে কন্ঠ দিয়েছেন। তাদের এই নতুন গানের শিরোনাম ‘কেন’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর-সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান।
আগামীকাল ১০ জুলাই গানটি প্রকাশ হবে রোদেলার নিজেস্ব ইউটিউব চ্যানেলে। গানটির মিউজিক ভিডিওতে৷ মা-মেয়ে দুজনই অংশ নিয়েছেন।

ন্যান্সি বলেন, ‘প্রথমে গানটি আমারই করার কথা ছিল। পরে মাথায় এলো, এখানে রোদেলার অন্তর্ভুক্তি হলে মন্দ হয় না। প্রথমে গাইয়ে দেখলাম। বেশ ভালোই লাগল। প্রথমবার আমার সঙ্গে কন্যার গান! তাই স্বাভাবিকভাবেই আমি এক্সাইটেড, গর্বিত ও আনন্দিত। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার।’

রোদেলা বলেন, ‘এটা একটা দুঃসাহস আমার জন্য। কারণ আমার মায়ের কণ্ঠ-গান সারাবিশ্বের বাংলাভাষাভাষীদের কাছে জনপ্রিয়। তার ইউনিক স্টাইল রয়েছে। এবার তার সঙ্গে গান গেয়ে ফেললাম। অবশ্য মায়ের অনুপ্রেরণা ও সাহসেই গানটি গাইলাম।’

গীতিকার ফয়সাল রাব্বিকীন বলেন, ‘সময় নিয়ে গানটি করা। মা-মেয়ের কণ্ঠে গান করার পরিকল্পনাটাও ইউনিক। সবচেয়ে বড় কথা গানটি শ্রুতিমধুর ও ভিন্নধর্মী। আমার বিশ্বাস ভালো লাগবে শ্রোতাদের। ‘

প্রত্যয় খান বলেন, ‘একটি একটি ভিন্নধর্মী প্রজেক্ট। ন্যান্সি অনেকের মতো আমারও খুব পছন্দের। তার কণ্ঠ আমার খুব পছন্দ। বড় বিষয় হলো রোদেলার কণ্ঠটাও ইউনিক। সব মিলিয়ে একটি ভালো কাজ করার চেষ্টা করেছি।’