হাসিনাসহ আওয়ামী লীগেরও বিচারের দাবি মির্জা ফখরুলের

- আপডেট সময় : ০৭:৩৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ৪৭ বার পড়া হয়েছে
হাজার হাজার ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালানো এবং গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৯ জুলাই) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের প্রতিটি সদস্যকে জবাবদিহি করতে হবে। তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। শেখ হাসিনার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী, জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।
তিনি আরও বলেন, দল হিসেবে আওয়ামী লীগকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আওয়ামী লীগের শাসনামলে বিএনপি সবচেয়ে বেশি দমন-পীড়নের শিকার হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপিই আওয়ামী লীগের দমন-পীড়ন, নির্যাতন, হত্যা, গুম ও খুনের সবচেয়ে বড় শিকার। আমার বিরুদ্ধেই ১১৩টি মামলা রয়েছে এবং আমি ১৩ বার জেলে গেছি।
যারা বলেন নির্বাচনের প্রয়োজন নেই, তাদের নতুন করে ভাবার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্রের জন্য বিএনপি সবচেয়ে বড় লড়াই করেছে। দেশকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে সঠিক পথে ফিরিয়ে আনা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। যারা বলেন নির্বাচনের প্রয়োজন নেই, তাদের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। নির্বাচন জনগণের জন্য অপরিহার্য।
নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয় দাবি করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সব সময়ই সংস্কারের পক্ষে। যারা মনে করেন নির্বাচন প্রয়োজন নেই। তাদের বলবো নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সর্ম্পক থাকে।
তিনি বলেন, যে সংস্কার হচ্ছে, তার প্রতিটি সংস্কারের দাবি বিএনপিই করেছে। সংস্কার কমিশনের বৈঠক আমরা অংশ নিচ্ছি। সংস্কার এবং নির্বাচন দুইটি একসঙ্গে চলতে পারে।