ঋতুপর্ণাদের সামনে এবার অলিম্পিক আর বিশ্বকাপে খেলার সমীকরণ

- আপডেট সময় : ০৬:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / ৭৯ বার পড়া হয়েছে
দক্ষিণ এশিয়ার গন্ডি পেরিয়েছেন ঋতুপর্ণারা।এবার অস্ট্রেলিয়ায় এশিয়া কাপের চুড়ান্ত পর্বে খেলবেন তারা। শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে এ যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশের নারী ফুটবল দল। তাদের স্বপ্ন ঘিরে রয়েছে এবার বিশ্বকাপের খেলার। সেটা হলে হবে আরেকটি ইতিহাস। ইতিমধ্যে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে দেশের ফুুটবলে ইতিহাস সৃষ্টি করেছেন ঋতুপর্ণারা। আর বিশ্বকাপের খেলার স্বপ্ন পূরণ হলে হবে তার চেয়েও বড় অর্জন।
এই এশিয়ান কাপ থেকে বিশ্বকাপ খেলার দ্বারও খুলে যেতে পারে।সুযোগ রয়েছে অলিম্পিক গেমসেও সরাসরি খেলার সুযোগ। এখন অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের চূড়ান্ত পর্বটি বিশ্বকাপেরও বাছাই পর্ব হিসেবে কাজে আসবে। তাতে চূড়ান্ত পর্বের সেরা ১২টি দলের মধ্যে সেরা ছয়ে উঠতে পারলেই বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত।
অর্থাৎ ১২ দলের এই আসরের সেরা ৬ ছয় দল সরাসরি বিশ্বকাপে অংশ নিতে পারবে। সেরা আট দল খেলতে পারবে অলিম্পিকে। তবে সেরা ছয় দলে না থাকলেও বিশ্বকাপ খেলার সুযোগ থাকছে। সেক্ষেত্রে ৭ ও ৮ নম্বর দলকে পার হতে হবে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফের বাধা।
এশিয়ান কাপে আগে থেকেই নিশ্চিত ছিলো অস্ট্রেলিয়া (স্বাগতিক হিসেবে), চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার। বাংলাদেশ পঞ্চম দল হিসেবে নিশ্চিত করে নিয়েছে জায়গা। এশিয়ার জায়ান্ট দলগুলোর মধ্যে সেরা ছয় না আটে থাকা হয়ত কঠিন চ্যালেঞ্জের। তবে অসম্ভবও না। অর্থাৎ বিশ্বকাপ খেলার সুযোগটা বেশ সন্নিকটে।
ঋতুপর্ণাদের এই সুযোগ কতোটা কাজে লাগে সেটাই এখন দেখার অপেক্ষা। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে বাংলাদেশ খেলবে এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব। এই সময়টুকুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কতোটা গুরুত্ব দিয়ে কাজে লাগাবে সেটাও বেশ গুরুত্ব হয়ে উঠেছে। এখন বড় বড় দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের খেলার মানের আরও উন্নয়ন ঘটানো প্রয়োজন। তবেই হয়ত ঋতুপর্ণাদের আরেকটি স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা কাজে লাগবে।