ঢাকা ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কাউকে তোয়াক্কা করেনা ইসরায়েল,খামেনিকে হত্যার ইঙ্গিত দিলেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / ৮৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা চেষ্টার ইঙ্গিত দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার (১৬ জুন) এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, খামেনিকে হত্যা করলে যুদ্ধ বাড়বে না; বরং যুদ্ধ শেষ হবে।

খামেনিকে হত্যা চেষ্টার ব্যাপারে প্রশ্ন করলে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, “দেখুন আমাদের যা করা প্রয়োজন আমরা তাই করব। আমি বিস্তারিত কিছু বলব না। কিন্তু আমরা তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করেছি। যদি আমরা খামেনিকে হত্যা করি তাহলে যুদ্ধ বাড়বে না। এটি যুদ্ধ বন্ধ করবে।”

বার্তাসংস্থা রয়টার্স কয়েকটি সূত্রের বরাতে আজ জানিয়েছে, ইরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় রাজি আছে। এজন্য তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর শরণাপন্ন হয়েছে। এছাড়া ইরান পারমাণবিক আলোচনায় নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে বলেও রয়টার্সের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে দখলদার নেতানিয়াহু বলেছেন, ইরান সত্যিকার অর্থে আলোচনা চায় না। এ ব্যাপারে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে বলেও দাবি করেন তিনি।

এদিকে গতকাল মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যায় ভেটো দিয়েছেন। এরপর আজ নেতানিয়াহু জানালেন তারা খামেনিকে হত্যার চেষ্টা বাদ দেননি। সূত্র: এবিসি নিউজ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাউকে তোয়াক্কা করেনা ইসরায়েল,খামেনিকে হত্যার ইঙ্গিত দিলেন নেতানিয়াহু

আপডেট সময় : ১২:৫৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা চেষ্টার ইঙ্গিত দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার (১৬ জুন) এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, খামেনিকে হত্যা করলে যুদ্ধ বাড়বে না; বরং যুদ্ধ শেষ হবে।

খামেনিকে হত্যা চেষ্টার ব্যাপারে প্রশ্ন করলে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, “দেখুন আমাদের যা করা প্রয়োজন আমরা তাই করব। আমি বিস্তারিত কিছু বলব না। কিন্তু আমরা তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করেছি। যদি আমরা খামেনিকে হত্যা করি তাহলে যুদ্ধ বাড়বে না। এটি যুদ্ধ বন্ধ করবে।”

বার্তাসংস্থা রয়টার্স কয়েকটি সূত্রের বরাতে আজ জানিয়েছে, ইরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় রাজি আছে। এজন্য তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর শরণাপন্ন হয়েছে। এছাড়া ইরান পারমাণবিক আলোচনায় নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে বলেও রয়টার্সের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে দখলদার নেতানিয়াহু বলেছেন, ইরান সত্যিকার অর্থে আলোচনা চায় না। এ ব্যাপারে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে বলেও দাবি করেন তিনি।

এদিকে গতকাল মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যায় ভেটো দিয়েছেন। এরপর আজ নেতানিয়াহু জানালেন তারা খামেনিকে হত্যার চেষ্টা বাদ দেননি। সূত্র: এবিসি নিউজ