ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হামজাদের ভিন্ন রকমের ঈদ উদযাপন

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০০:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • / ১৩৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংল্যান্ডে থাকলে পরিবারের সঙ্গেই ঈদ উদযাপন করা হতো। কিন্তু বাংলাদেশের জার্সি গায়ে দুদিন পরেই সিংগাপুরের বিপক্ষে ম্যাচ। আর তাই এবার বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পেই ভিন্ন রকম ঈদ উদযাপন করা হলো হামজা চৌধুরী ও ফাহমিদুলদের।

বাংলাদেশ দল রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করছে। হোটেল নিকটবর্তী মসজিদে আজ সকাল সাতটার ঈদ জামাতে অংশ নেন হামজা-জামালরা। বাফুফের পক্ষ থেকে দলের সবাইকে সাদা পাঞ্জাবি উপহার দেওয়া হয়েছে। সেই পাঞ্জাবি পরেই সবাই নামাজ আদায় করেছেন।

নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেছেন বাংলাদেশ দলের ফুটবলাররা। হোটেলে ফিরে ফুটবলাররা একে অন্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। মুশকিল হলো এই মূহুর্তের বাংলাদেশ ফুটবলের পোষ্টার বয় হামজার উপস্থিতি টের পাওয়া মানেই সাধারণ মানুষের কৌতুহল থাকা চাই। তাই নামাজ পড়তে গিয়ে সমর্থকদের সঙ্গে সেলফি না তুলে পারেননি।

আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফুটবলারদের ছুটি ছিলো। বিকেলে আবারো যথারীতি মাঠে র অনুশীলনে ফিরে যান তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হামজাদের ভিন্ন রকমের ঈদ উদযাপন

আপডেট সময় : ০৭:০০:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫

ইংল্যান্ডে থাকলে পরিবারের সঙ্গেই ঈদ উদযাপন করা হতো। কিন্তু বাংলাদেশের জার্সি গায়ে দুদিন পরেই সিংগাপুরের বিপক্ষে ম্যাচ। আর তাই এবার বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পেই ভিন্ন রকম ঈদ উদযাপন করা হলো হামজা চৌধুরী ও ফাহমিদুলদের।

বাংলাদেশ দল রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করছে। হোটেল নিকটবর্তী মসজিদে আজ সকাল সাতটার ঈদ জামাতে অংশ নেন হামজা-জামালরা। বাফুফের পক্ষ থেকে দলের সবাইকে সাদা পাঞ্জাবি উপহার দেওয়া হয়েছে। সেই পাঞ্জাবি পরেই সবাই নামাজ আদায় করেছেন।

নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেছেন বাংলাদেশ দলের ফুটবলাররা। হোটেলে ফিরে ফুটবলাররা একে অন্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। মুশকিল হলো এই মূহুর্তের বাংলাদেশ ফুটবলের পোষ্টার বয় হামজার উপস্থিতি টের পাওয়া মানেই সাধারণ মানুষের কৌতুহল থাকা চাই। তাই নামাজ পড়তে গিয়ে সমর্থকদের সঙ্গে সেলফি না তুলে পারেননি।

আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফুটবলারদের ছুটি ছিলো। বিকেলে আবারো যথারীতি মাঠে র অনুশীলনে ফিরে যান তারা।