ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

১০৮ ফ্লাইটে ৪২ হাজার হজ্জযাত্রী পৌছালো মক্কায়

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / ১২৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রায় ৪২ হাজার হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছেছে। শুক্রবার শেষ হজ্জ ফ্লাইটের মধ্য দিয়ে বাংলাদেশ এয়ারলাইন্স প্রি-হজ ২০২৫-এর কার্যক্রম শেষ করেছে। রোববার (১ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ১০৮টি ফ্লাইটের মাধ্যমে ৪১ হাজার ৯০২ জন হজযাত্রীকে সুশৃঙ্খল ও নিরাপদভাবে গন্তব্যে পৌঁছে দিয়েছে। এই সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিজেদের ফ্লাইটের পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডেলার হিসেবে সৌদিয়া, ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইটসমূহে অত্যন্ত যত্ন সহকারে প্রয়োজনীয় সেবা প্রদান করেছে।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল থেকে প্রি-হজ ফ্লাইটের কার্যক্রম শুরু হয় এবং প্রথম থেকেই কুর্মিটোলার আশকোনায় অবস্থিত হজ ক্যাম্প, চট্টগ্রাম ও সিলেট থেকে হজযাত্রীদের সব ধরনের সেবা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান জানায়, প্রি-হজ ফ্লাইট কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর, পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ পোস্ট-হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রস্তুত রয়েছে। আগামী ১০ জুন থেকে শুরু হয়ে ১০ জুলাই পর্যন্ত চলমান থাকবে এই পর্ব, যেখানে প্রত্যাগত হজযাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সময়মতো দেশে ফেরা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১০৮ ফ্লাইটে ৪২ হাজার হজ্জযাত্রী পৌছালো মক্কায়

আপডেট সময় : ০৪:০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

প্রায় ৪২ হাজার হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছেছে। শুক্রবার শেষ হজ্জ ফ্লাইটের মধ্য দিয়ে বাংলাদেশ এয়ারলাইন্স প্রি-হজ ২০২৫-এর কার্যক্রম শেষ করেছে। রোববার (১ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ১০৮টি ফ্লাইটের মাধ্যমে ৪১ হাজার ৯০২ জন হজযাত্রীকে সুশৃঙ্খল ও নিরাপদভাবে গন্তব্যে পৌঁছে দিয়েছে। এই সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিজেদের ফ্লাইটের পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডেলার হিসেবে সৌদিয়া, ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইটসমূহে অত্যন্ত যত্ন সহকারে প্রয়োজনীয় সেবা প্রদান করেছে।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল থেকে প্রি-হজ ফ্লাইটের কার্যক্রম শুরু হয় এবং প্রথম থেকেই কুর্মিটোলার আশকোনায় অবস্থিত হজ ক্যাম্প, চট্টগ্রাম ও সিলেট থেকে হজযাত্রীদের সব ধরনের সেবা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান জানায়, প্রি-হজ ফ্লাইট কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর, পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ পোস্ট-হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রস্তুত রয়েছে। আগামী ১০ জুন থেকে শুরু হয়ে ১০ জুলাই পর্যন্ত চলমান থাকবে এই পর্ব, যেখানে প্রত্যাগত হজযাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সময়মতো দেশে ফেরা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।