পুলিশের কাছে বসুন্ধরার হার, কুমিল্লায় মোহামেডানের গোল উৎসব

- আপডেট সময় : ১০:১৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আবার হোঁচট খেয়েছে। এদিকে কুমিল্লায় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে গোল উৎসবে মেতেছে মোহামেডান।
নিজেদের দুর্গ কিংস অ্যারেনায় বাংলাদেশ পুলিশ এফসি’র কাছে হেরেছে ১-০ গোলে হেরেছে বসুন্ধরা । পুলিশের দীপক রায় একমাত্র জয়সূচক গোলটি করেন। তিন বছর আগে কিংস অ্যারেনার উদ্বোধনী ম্যাচই হয়েছিল কিংস ও পুলিশের খেলা দিয়ে।
বসুন্ধরা কিংস চলতি লিগে শিরোপা রেস থেকে আগেই ছিটকে গেছে। আজকের হারে রানার্স আপ হওয়ার দৌড়েও পিছিয়ে পড়ল। ১৫ ম্যাচ শেষে কিংসের পয়েন্ট ২৫। আগামীকাল ঢাকা আবাহনী ফর্টিজকে হারালে বা ড্র করলে সেই ব্যবধান তিন থেকে বেড়ে চার কিংবা ছয়ে পরিণত হতে পারে। বাকি তিন ম্যাচে সেই ব্যবধান ঘুচানো কষ্টকরই হবে।
অন্যদিকে কুমিল্লায় আজ চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে গোল উৎসব করেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। চট্টগ্রাম আবাহনীকে তারা ৪-১ গোলে হারিয়েছে। এই জয়ে মোহামেডান শিরোপার একেবারে দোরগোড়ায় পৌঁছেছে। ১৫ ম্যাচে সাদা কালোদের পয়েন্ট ৩৮। আগামীকাল ঢাকা আবাহনী ফর্টিজের বিপক্ষে হারলে কালই চ্যাম্পিয়ন হতে পারে। কারণ ১৫ ম্যাচে আবাহনীর পয়েন্ট থাকবে ২৮। মোহামেডান শেষ তিন ম্যাচে হারলে ও আবাহনী শেষ তিন ম্যাচে জিতলেও এক পয়েন্টে এগিয়ে থাকবে সাদা-কালো দলটি। আবাহনী কাল ড্র বা জিতলে মোহামডোনের চ্যাম্পিয়নশিপের জন্য দিন তিনেক অপেক্ষা বাড়বে। ২০ মে মঙ্গলবার কুমিল্লায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারালে (আবাহনী কাল ড্র করলে মোহামেডান পরের ম্যাচে ড্র করলেও হবে) মোহামেডানের শিরোপা নিশ্চিত হবে।
আজ ২৯ মিনিটে মোহামেডানকে লিড এনে দেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে। বিরতির পর প্রথম মিনিটেই উজবেক ফুটবলার মোজাফফরভ স্কোরলাইন ৩-০ করেন। কিছুক্ষণ পরেই সানডে নিজের জোড়া গোল পূর্ণ করেন। সুমনের গোলে চট্টগ্রাম আবাহনী পরাজয়ের ব্যবধান কমায়। চট্টগ্রাম আবাহনীর অবনমন আগেই নিশ্চিত হয়েছে।
দিনের আরকে ম্যাচে একই স্কোরলাইনে ব্রাদার্স ইউনিয়ন ফকিরেরপুল ইয়ংমেন্সকে পরাজিত করে। এই জয়ে ব্রাদার্স ১৫ ম্যাচে ২৩ পয়েন্টে চতুর্থ স্থানে। সমান ম্যাচে ফকিরেরপুলের পয়েন্ট ১৬।