ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সোহান-অঙ্কনের সেঞ্চুরিতে বাংলাদেশ `এ‘ দলের সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / ৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নিউজিল্যান্ড এ‘ দলের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ‍দ্বিতীয় এই ম্যাচে সেঞ্চুরি হাকিয়েছেন  নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন। তাদের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ৩৪৪ রান সংগ্রহ করে। জবাবে ২৫৭ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস।  দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ জিতেছে ৮৭ রানে।

বাংলাদেশের বড় জয়ের নায়ক সোহান ও অঙ্কন। ১০৮ বলে ১০৫ রান করেন অঙ্কন। ১০১ বলে ১১২ রানের ইনিংস খেলেন কিপার ব্যাটার ও অধিনায়ক সোহান।

টস হেরে এদিন শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ১২ রানে বিদায় নেন পারভেজ হোসেন ইমন। আরেক ওপেনার নাঈম শেখ বিদায় নেন থিতু হয়ে। ৪১ বলে ৪০ রান করে ঢাকা প্রিমিয়ার লিগে আলো  ছড়ানো ব্যাটার।

তিনে নেমে এনামুল হক বিজয় আউট হন ৩৪ বলে ৩৯ রান করে। ৯৭ রানে ৩ উইকেট পড়ার পর লম্বা জুটি গড়েন অঙ্কন-সোহান। ১৯১ বলে গড়েন ২২৫ রানের জুটি। দুজনেই পেরিয়ে যান তিন অঙ্কের ঘর। অঙ্কনের ব্যাট থেকে ৭ চারের সঙ্গে আসে ৫ ছক্কা। সোহান মারেন ৭টি করে চার-ছয়।

৩৪৫ রানের বিশাল লক্ষ্যে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ছিলো ভালো। ওপেনিং জুটিতে ৫২ রান আসার পর ডেল ফিলিপস দারুণ ইতিবাচক মেজাজে বাড়াচ্ছিলেন রান। ১৫তম ওভারে দলের ৯৯ রানে তার বিদায়ে নামে ধস। ৫৪ বলে ১৪ চার, ২ ছক্কায় ৭৯ করেন থামেন তিনি।

মাঝের ওভারে মোসাদ্দেক হোসেন সৈকত হানেন জোড়া আঘাত। শরিফুল তুলে নেন ফিলিপসকে। ধসে পড়া সফরকারীরা আর ম্যাচে ফিরতে পারেনি। ৫০ রানে ৩ উইকেট নিয়ে দলের সফল বোলার মোসাদ্দেক হোসেন সৈকত। শরিফুল ২৯ রানে নেন ২ উইকেট, বাঁহাতি স্পিনে ৫৫ রানে ২ উইকেট পান তানভির।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোহান-অঙ্কনের সেঞ্চুরিতে বাংলাদেশ `এ‘ দলের সিরিজ জয়

আপডেট সময় : ০২:৩০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
নিউজিল্যান্ড এ‘ দলের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ‍দ্বিতীয় এই ম্যাচে সেঞ্চুরি হাকিয়েছেন  নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন। তাদের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ৩৪৪ রান সংগ্রহ করে। জবাবে ২৫৭ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস।  দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ জিতেছে ৮৭ রানে।

বাংলাদেশের বড় জয়ের নায়ক সোহান ও অঙ্কন। ১০৮ বলে ১০৫ রান করেন অঙ্কন। ১০১ বলে ১১২ রানের ইনিংস খেলেন কিপার ব্যাটার ও অধিনায়ক সোহান।

টস হেরে এদিন শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ১২ রানে বিদায় নেন পারভেজ হোসেন ইমন। আরেক ওপেনার নাঈম শেখ বিদায় নেন থিতু হয়ে। ৪১ বলে ৪০ রান করে ঢাকা প্রিমিয়ার লিগে আলো  ছড়ানো ব্যাটার।

তিনে নেমে এনামুল হক বিজয় আউট হন ৩৪ বলে ৩৯ রান করে। ৯৭ রানে ৩ উইকেট পড়ার পর লম্বা জুটি গড়েন অঙ্কন-সোহান। ১৯১ বলে গড়েন ২২৫ রানের জুটি। দুজনেই পেরিয়ে যান তিন অঙ্কের ঘর। অঙ্কনের ব্যাট থেকে ৭ চারের সঙ্গে আসে ৫ ছক্কা। সোহান মারেন ৭টি করে চার-ছয়।

৩৪৫ রানের বিশাল লক্ষ্যে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ছিলো ভালো। ওপেনিং জুটিতে ৫২ রান আসার পর ডেল ফিলিপস দারুণ ইতিবাচক মেজাজে বাড়াচ্ছিলেন রান। ১৫তম ওভারে দলের ৯৯ রানে তার বিদায়ে নামে ধস। ৫৪ বলে ১৪ চার, ২ ছক্কায় ৭৯ করেন থামেন তিনি।

মাঝের ওভারে মোসাদ্দেক হোসেন সৈকত হানেন জোড়া আঘাত। শরিফুল তুলে নেন ফিলিপসকে। ধসে পড়া সফরকারীরা আর ম্যাচে ফিরতে পারেনি। ৫০ রানে ৩ উইকেট নিয়ে দলের সফল বোলার মোসাদ্দেক হোসেন সৈকত। শরিফুল ২৯ রানে নেন ২ উইকেট, বাঁহাতি স্পিনে ৫৫ রানে ২ উইকেট পান তানভির।