অক্টোবরে বিসিবি নির্বাচন, সভাপতি পদে প্রার্থী হবেন ফারুক আহমেদ

- আপডেট সময় : ১২:০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ৪৮ বার পড়া হয়েছে
আসছে অক্টোবরেই হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন, এমন সম্ভাবনার কথা জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন সভাপতি ফারুক আহমেদ। এবং এই নির্বাচনে তিনি সভাপতি পদে প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। দীর্ঘ প্রায় একযুগ পর মাঠে গড়ানো তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফারুক আহমেদ তার এই ইচ্ছা প্রকাশ করেছেন।
গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর পালিয়ে যান বিসিবি‘র তৎকালীণ সভাপতি নাজমুল হাসান পাপন। তার স্থলে সাবেক জাতীয় দলের এই ক্রিকেটারের কাঁধে বিসিবি’র দ্বায়িত্ব তুলে দেয়া হয়। এরপর থেকেই ফারুক আহমেদকে নিয়ে ক্রিকেট পাড়ায় নানা সমালোচনা শুরু হয়ে যায়। সমালোচকদের কাছে তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর। আওয়ামী লীগ সরকারের সঙ্গে ফারুকের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলেই বিগত সরকারের বোর্ড সদস্যদের নিয়েই বোর্ড পরিচালনা করছেন ফারুক আহমেদ!
যদিও সম্প্রতি একটি টক শোতে এসব অভিযোগ নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করার চেষ্টা করেছেন ফারুক আহমেদ। শনিবার (৩ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা তৃতীয় বিভাগ বাছাইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি সংবাদমাধ্যমের মুখোমুখি হলে আবারও উঠে আসে সেসব প্রসঙ্গ। তবে এবারও ফারুক তার বিরুদ্ধে আসা অভিযোগগুলো অস্বীকারই করেছেন। এসব বক্তব্যকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন ফারুক।
গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘ফ্যাসিস্ট রেজিম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বানানো। এটা নিয়ে আমি দীর্ঘ আলোচনা করতে চাই না… আমার ফ্যাসিস্টের সঙ্গে কোনও সম্পর্ক নাই। ফ্যাসিস্ট রেজিমের সঙ্গে যদি সম্পর্ক থাকতো, আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি কিন্তু প্রেসিডেন্ট এই নতুন সরকারের। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। নতুন সরকার যদি দেখে বিন্দুমাত্র সংশ্লিষ্টতা থাকতো আমার, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না আজকে।’
নিজের বিরুদ্ধে নানা অভিযোগের প্রসঙ্গে ফারুক বলেছেন, ‘এটা তো বলা খুব মুশকিল। কেননা, এই জায়গাটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের অনেকের অনেক ইন্টারেস্ট এখানে। তারাও হতে পারে এবং আমরা আসলে অনেক সময় আমি জানি না ভালো কাজগুলো নিচে পড়ে যায় এক্সটার্নাল ইনফ্লুয়েন্সে। সো আমরা চেষ্টা করবো, দুটাই করবো- ভালো কাজের প্রশংসা করবো, খারাপ কাজের সমালোচনা হবে। এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে ভালো কাজগুলো নিচে চাপা পড়ে যায় এই খারাপ কাজের ভিড়ে।’
সব ঠিক থাকলে আগামী অক্টোবরে হওয়ার কথা বিসিবির নির্বাচন। ফারুক এরই মধ্যে জানিয়েছেন, তিনি নির্বাচনে অংশ নেবেন। তার আগে তাকে নিয়ে এসব নেতিবাচক আলোচনার একটাই অর্থ দেখেন তিনি—সভাপতির চেয়ারের প্রতি অন্য কারও আগ্রহ। তাই সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়েছেন তিনি, ‘আমার মূল দায়িত্ব বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়া, ওইগুলোতে যে আমার ত্রুটিগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব, তারপর বাকি কাজ।’
এক দশকের বেশি সময় পর এবার তৃতীয় বিভাগ বাছাইয়ের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই টুর্নামেন্ট থেকে তৃতীয় বিভাগে জায়গা করে নিয়েছে ইয়াং টেরিপাস ক্লাব ও দিলকুশা স্পোর্টিং ক্লাব। তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার এই টুর্নামেন্ট যেন আর কখনো বন্ধ না হয়, এই আশা প্রকাশ করেছেনে বিসিবি সভাপতি।