ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দুই ছেলের বউকে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লন্ডনে চিকিৎসা শেষে এবার দেশে ফেরার পালা। এপ্রিলে ফেরার কথা থাকলেও দেশে তখন ফেরা হয়নি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার। এবার আসাটা অনেকটাই চূড়ান্ত। চলতি মাসে ৪ কিংবা ৫ মে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এতোদিন তিনি লন্ডনে ছেলের বাসার চিকিৎসারত ছিলেন। তবে খালেদা জিয়ার ৪ মে আসার নির্ভর করছে এয়ার অ্যাম্বলেন্স পাওয়া না পাওয়ার উপর। তবে এয়ার অ্যাম্বুলেন্স না পাওয়া গেলে বাংলাদেশ বিমানের যাত্রীবাহী নিয়মিত ফ্লাইটে করেই তিনি দেশে ফিরবেন।

খালেদা জিয়ার পারিবারিক সূত্র জানিয়েছে, দেশের ফেরার সময় খালেদা জিয়া তার দুই ছেলের বউ সা ড.জোবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শামিলা রগমানকে নিয়ে দেশে ফিরছেন। এছাড়াও তার সফরসঙ্গী থাকছেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, গৃহকর্মী ফাতেমা বেগম ও লন্ডনে সফরে থাকা বিএনপি নেতা তাবিথ আউয়াল।

এ বিষয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, মে মাসের প্রথম সপ্তাহেই খালেদা জিয়াকে দেশে নেওয়ার চেষ্টা চলছে। তার সঙ্গে পুত্রবধূ ড. জোবাইদা রহমানও থাকবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুই ছেলের বউকে নিয়েই দেশে ফিরছেন খালেদা জিয়া

আপডেট সময় : ০১:২৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

লন্ডনে চিকিৎসা শেষে এবার দেশে ফেরার পালা। এপ্রিলে ফেরার কথা থাকলেও দেশে তখন ফেরা হয়নি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার। এবার আসাটা অনেকটাই চূড়ান্ত। চলতি মাসে ৪ কিংবা ৫ মে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এতোদিন তিনি লন্ডনে ছেলের বাসার চিকিৎসারত ছিলেন। তবে খালেদা জিয়ার ৪ মে আসার নির্ভর করছে এয়ার অ্যাম্বলেন্স পাওয়া না পাওয়ার উপর। তবে এয়ার অ্যাম্বুলেন্স না পাওয়া গেলে বাংলাদেশ বিমানের যাত্রীবাহী নিয়মিত ফ্লাইটে করেই তিনি দেশে ফিরবেন।

খালেদা জিয়ার পারিবারিক সূত্র জানিয়েছে, দেশের ফেরার সময় খালেদা জিয়া তার দুই ছেলের বউ সা ড.জোবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শামিলা রগমানকে নিয়ে দেশে ফিরছেন। এছাড়াও তার সফরসঙ্গী থাকছেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, গৃহকর্মী ফাতেমা বেগম ও লন্ডনে সফরে থাকা বিএনপি নেতা তাবিথ আউয়াল।

এ বিষয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, মে মাসের প্রথম সপ্তাহেই খালেদা জিয়াকে দেশে নেওয়ার চেষ্টা চলছে। তার সঙ্গে পুত্রবধূ ড. জোবাইদা রহমানও থাকবেন।