ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভোটার তালিকা থেকে রোহিঙ্গা বাদ দেয়ার কর্মপন্থা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / ৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ সালের জুনের মধ্যেই জাতীয় সংসদ নির্বচনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত নির্দষ্ট দিনক্ষণ উল্লেখ করা হয়নি। তবুও বলা যেতে পারে এরই মধ্যে  নির্বাচনী কার্যক্রমের পূর্ব পরিকল্পনা শুরু হয়ে গেছে। তারই অংশ হিসেবে ভোটার তালিকা তৈরি করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর সে ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেয়ার কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে।

কক্সবাজারের সব ইউনিয়নে কত রোহিঙ্গা আছে, তা বের করে ভোটার তালিকা থেকে বাদ দিতে কর্মপন্থা নির্ধারণ করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ এপ্রিল এ নিয়ে একটি বৈঠক করবে ইসি। সোমবার (২৮ এপ্রিল) ইসির উপ-সচিব (সংস্থাপন) শাহ আলম স্বাক্ষরিত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়েছে, বর্তমান ইসি চতুর্থ ‘কমিশন সভা’ আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠেয় ওই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সভার আলোচ্যসূচিতে বলা হয়েছে, রিট পিটিশন নং ৪৬১৫/২০২৪ এর আদেশ অনুযায়ী কক্সবাজার জেলার সব ইউনিয়ন পরিষদের ভোটার তালিকা যাচাইয়ে উক্ত তালিকাসমূহে কোনো রোহিঙ্গা শরণার্থী অন্তুর্ভুক্ত থাকলে তা ভোটার তালিকা হতে বাদ দেওয়ার বিষয়ে কর্মপন্থা নির্ধারণ।

সম্প্রতি সিইসি নিজেও গণমাধ্যমকে বলেছেন, কক্সবাজারে ভোটার হালনাগাদ পরিদর্শন করতে গিয়ে জেনেছেন, অনেকেই অসৎ উদ্দেশ্যে ভোটার তালিকায় যুক্ত হচ্ছে। আবার অনেকে দেশের নাগরিক হয়েও রোহিঙ্গা হিসেবে পরিচয় দিচ্ছে রিলিফ পাওয়ার আশায়।

ইসি কর্মকর্তারা বলছেন, কেবল কক্সবাজার নয়, বৃহত্তর চট্টগ্রামের প্রতিটি উপজেলাকে ‘বিশেষ এলাকা’ হিসেবে ঘোষণা করে পৃথক নীতিমালার আলোকে ভোটার কার্যক্রম পরিচালনা করে ইসি। তারপরও অনেকে এই তালিকায় ঢুকে যান। এর আগেও সময় সময় স্বউদ্যোগেও রোহিঙ্গা ধরতে কার্যক্রম হাতে নিয়ে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোটার তালিকা থেকে রোহিঙ্গা বাদ দেয়ার কর্মপন্থা নির্ধারণ

আপডেট সময় : ০৭:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

২০২৬ সালের জুনের মধ্যেই জাতীয় সংসদ নির্বচনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত নির্দষ্ট দিনক্ষণ উল্লেখ করা হয়নি। তবুও বলা যেতে পারে এরই মধ্যে  নির্বাচনী কার্যক্রমের পূর্ব পরিকল্পনা শুরু হয়ে গেছে। তারই অংশ হিসেবে ভোটার তালিকা তৈরি করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর সে ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেয়ার কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে।

কক্সবাজারের সব ইউনিয়নে কত রোহিঙ্গা আছে, তা বের করে ভোটার তালিকা থেকে বাদ দিতে কর্মপন্থা নির্ধারণ করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ এপ্রিল এ নিয়ে একটি বৈঠক করবে ইসি। সোমবার (২৮ এপ্রিল) ইসির উপ-সচিব (সংস্থাপন) শাহ আলম স্বাক্ষরিত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়েছে, বর্তমান ইসি চতুর্থ ‘কমিশন সভা’ আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠেয় ওই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সভার আলোচ্যসূচিতে বলা হয়েছে, রিট পিটিশন নং ৪৬১৫/২০২৪ এর আদেশ অনুযায়ী কক্সবাজার জেলার সব ইউনিয়ন পরিষদের ভোটার তালিকা যাচাইয়ে উক্ত তালিকাসমূহে কোনো রোহিঙ্গা শরণার্থী অন্তুর্ভুক্ত থাকলে তা ভোটার তালিকা হতে বাদ দেওয়ার বিষয়ে কর্মপন্থা নির্ধারণ।

সম্প্রতি সিইসি নিজেও গণমাধ্যমকে বলেছেন, কক্সবাজারে ভোটার হালনাগাদ পরিদর্শন করতে গিয়ে জেনেছেন, অনেকেই অসৎ উদ্দেশ্যে ভোটার তালিকায় যুক্ত হচ্ছে। আবার অনেকে দেশের নাগরিক হয়েও রোহিঙ্গা হিসেবে পরিচয় দিচ্ছে রিলিফ পাওয়ার আশায়।

ইসি কর্মকর্তারা বলছেন, কেবল কক্সবাজার নয়, বৃহত্তর চট্টগ্রামের প্রতিটি উপজেলাকে ‘বিশেষ এলাকা’ হিসেবে ঘোষণা করে পৃথক নীতিমালার আলোকে ভোটার কার্যক্রম পরিচালনা করে ইসি। তারপরও অনেকে এই তালিকায় ঢুকে যান। এর আগেও সময় সময় স্বউদ্যোগেও রোহিঙ্গা ধরতে কার্যক্রম হাতে নিয়ে সংস্থাটি।