চাকরি প্রত্যাশীদের আন্দোলনে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১২:০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ১২৪ বার পড়া হয়েছে
চাকরিপ্রত্যাশীদের টানা আন্দোলনের মুখে অবশেষে স্থগিত করা হয়েছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা। আগামী ৮ মে থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এবং ইতোমধ্যে এর সময়সূচিও প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রোববার (২৭ এপ্রিল) রাজধানীর শাহবাগে পিএসসির এক প্রতিনিধি আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের কাছে এই সিদ্ধান্তের কথা জানান।
এর আগে, পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। তাদের অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
অন্যদিকে, উপদেষ্টা আসিফ মাহমুদের মধ্যস্ততায় দীর্ঘ ৮০ ঘণ্টা পর অনশন ভাঙেন পিএসসি সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসা শিক্ষার্থীরা। উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।





















