বিওএ‘তে পতিত হাসিনা সরকারের দোসরদের রাজত্ব, তিন গেমসের সেফ দ্য মিশনে এক ব্যক্তি

- আপডেট সময় : ০১:০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
- / ৬৮ বার পড়া হয়েছে
শেখ হাসিনা সরকারের পতনের পর ক্রীড়া পরিবারের মাথার পরিবর্তন হলেও বদলায়নি বাকি পদগুলোর লোকজন। ক্রীড়াঙ্গনের ডাল-পালাগুলোতে পতিত সরকারের দোসররাই আছেন বহাল তবিয়তে। ক্রীড়া পরিবারের প্রধান বলতে শুধু ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের জায়গায় ক্রীড়া উপদেষ্টা হিসেবে বসেছেন ছাত্রদের পক্ষ থেকে আসা সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া দেশের দুই প্রধান ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রিকেট বোর্ড প্রধানের চেয়ারে পরিবর্তন হয়েছে। বাকি সব কয়টি ফেডারেশনগুলো সেই আগের রোকবলরাই আছে দাপুটে।
দেশের শীর্ষ ক্রীড়া সংস্থা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। এখানে পদাধিকার বলে সর্বোচ্চ পদে থাকেন বাংলাদেশ সেনাবাহিনীর যিনি প্রধান। বর্তমানে আছেন জেনারেল ওয়াকার-উজ-জামান। দেশের এক সংকটময় সময় অত্যন্ত ঠান্ডা মাথা ফ্যাসিস্ট সরকারের নানা কুচক্রান্ত থেকে দেশকে রক্ষা করেন। ক্রীড়াঙ্গণে গুঞ্জন এই গুণী ব্যক্তির সরলতায় ভর করে পতিত সরকারের দোসররা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে অনায়াসে বিরাজ করছেন। শেখ হাসিনার অত্যন্ত কাছের লোক হিসেবে খ্যাত সংগঠক মহাসচিব সৈয়দ শাহেদ রেজা,উপ মহাসচিব বশির আল মামুন,আশিকুর রহমান মিকুরা দাপুটের সঙ্গেই আছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে। যারা বিগত আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পার্থীদের পক্ষে মাঠে নেমে ছিলেন। গত পনের বছরে আওয়ামী বিরোধী মনে করা যেকোন মিডিয়া হাউসের নামে অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করতেন না। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মা এসব সংগঠকরা রয়ে গেছেন।
সে সময় ফ্যাসিস্ট সরকারের সাথে আঁতাত করা জাতীয়তাবাদীমনা চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীরও অলিম্পিক এসোসিয়েশনের সদস্য হিসেবে বহাল আছেন। ক্রীড়াঙ্গনে গুঞ্জন জাতীয়তাবাদীমনা বলেই তাকে আসন্ন তিনটি আন্তর্জাতিক গেমসের সেফ দ্য মিশন করা হয়েছে। এই গেমসগুলো হচ্ছে-এশিয়ান ইয়ুথ, ইসলামিক সলিডারিটি ও এসএ গেমস। এই গেমসগুলোর ডিসিপ্লিনও চূড়ান্ত হয়েছে বুধবার বিওএ‘র নির্বাহী কমিটির সভায়। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নিজস্ব বাংলাদেশ গেমস এবং বিওএ’র একটি অলিম্পিক কমপ্লেক্স নিয়েও সিদ্ধান্ত এসেছে।
এদিন আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাপ্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান বিওএ সভার সভাপতিত্ব করেন। আগামী চার মাসের ব্যবধানে তিনটি আন্তর্জাতিক গেমস এশিয়ান ইয়ুথ, ইসলামিক সলিডারিটি এবং সাউথ এশিয়ান (এসএ) গেমস রয়েছে। তিন গেমসে পদকের জন্য ৫০টি ডিসিপ্লিনে লড়বে বাংলাদেশ।
তিন গেমসের মধ্যে বাংলাদেশের অংশগ্রহণ বেশি সাউথ এশিয়ান (এসএ) গেমসেই। নেপালে ২৫টি ডিসিপ্লিনে অংশ নিলেও আগামী ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানে অনুষ্ঠেয় গেমসে ২৬টিতে অংশ নেবে বাংলাদেশ। আরচ্যারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, ফেন্সিং, ফুটবল, গলফ, হ্যান্ডবল, হকি, জুডো, কাবাডি, কারাতে, শ্যুটিং, স্কোয়াশ, সাঁতার, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ভলিবল, ভারোত্তোলন, কুস্তি, উশু, রাগবি এবং বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার। বিওএ প্রাথমিকভাবে ২৫ ডিসিপ্লিনে নির্বাচন করেছিল। আজকের সভায় বিলিয়ার্ড যোগ হয়েছে শুধু।
২২-৩১ অক্টোবর বাহরাইনে অনুষ্ঠিত হবে এশিয়ান ইয়ুথ গেমস। এই আসরে ১৩টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। এশিয়ান ইয়ুথ গেমসের অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, বাস্কেটবল (থ্রি নট থ্রি), গলফ, জুডো, সাঁতার, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, ভারোত্তোলন, কুস্তি, কাবাডি ও সাইক্লিং ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। বাহরাইনে কন্টিনজেন্টের শেফ দ্য মিশন নির্বাচিত হয়েছেন বিওএ’র সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির।
৭-২১ নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে ইসলামিক সলিডারিটি গেমস। তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠিত গত আসরে বাংলাদেশের সাফল্য ছিল আরচ্যারি ডিসিপ্লিনে। এবার আরচ্যারি গেমসে না থাকায় বাংলাদেশের পদক সম্ভাবনা খানিকটা কমলো। আসন্ন ইসলামিক গেমসে অ্যাথলেটিক্স, ফেন্সিং, কারাতে, সাঁতার, টেবিল টেনিস, ভারোত্তোলন, কুস্তি, উশু, বাস্কেটবল (থ্রি নট থ্রি), জুডো ও তায়কোয়ান্দোতে খেলবে বাংলাদেশ। এই গেমসে বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন করা হয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরীকে।
আন্তর্জাতিক তিন গেমসে অংশগ্রহণের পাশাপাশি বিওএ’র নিজস্ব গেমস আয়োজন নিয়েও সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের অলিম্পিকখ্যাত বাংলাদেশ গেমস ২০২৬ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে। বিওএ গঠনতন্ত্র সংশোধনের একটি বিশেষ কমিটি করেছিল। সেই কমিটির প্রতিবেদন আজকের সভায় উত্থাপিত হয়েছে। গঠনতন্ত্র সংক্রান্ত বিষয়ে বিওএ’র একটি বিশেষ নির্বাহী সভা আয়োজনের সিদ্ধান্ত এসেছে।
দেশের ক্রীড়ার মানোন্নয়ন, উচ্চতর ও আধুনিক প্রশিক্ষণের জন্য ময়মনসিংহের ত্রিশালে একটি মাল্টি স্পোর্টস অলিম্পিক কমপ্লেক্সে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ইনডোর স্টেডিয়ামের কাজ চলতি বছরের জুনে শুরুর পরিকল্পনা করা হয়েছে। খেলাধুলার উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ সংগ্রহের জন্য পৃষ্ঠপোষক খুঁজছে বিওএ। এজন্য বিওএর দুই সহ-সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু ও শেখ বশির আহমেদ মামুনকে নিয়ে একটি কমিটি গঠন হয়েছে। এই কমিটির মতামতের প্রেক্ষিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।