ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ঢাকা কলেজ-সিটি কলেজ ৩ দফা সংঘর্ষে আহত ১৩, সিটি কলেজ ২দিন বন্ধ ঘোষনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / ৬৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনভর আজ মঙ্গলবার রাজধানীর সায়েন্সল‍্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ  হয়। এতে শিক্ষার্থী, সাংবাদিকসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। দুপুর থেকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এর ফলে বিকালের দিকে সিটি কলেজ ২দিন বন্ধ ঘোষনা করেছে কতৃপক্ষ। 

আহতরা হলেন- ঢাকা কলেজের মো. নাজমুস সাকিব (১৮), রাজিন (১৮), ফাহাদ মহাজন (১৭), ফজলে হাসান (২৪), আদিব (২২), লিওন (২৫), তানভীর ইসলাম তুহিন (২৪), সাফাত (১৮) ও নিবিড় তালুকদার (১৮), সিটি কলেজের মো. শামীম (১৮), চন্দ্রিমা মার্কেটের কর্মচারী সানি (৩০), দৈনিক সকাল পত্রিকার সাংবাদিক ইসমাইল সরকার (২৫), ও সিয়াম (১৭) নামের একজন।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, গতকাল সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের ২৬ ব্যাচের একাদশ শ্রেণির শিক্ষার্থীকে তার মায়ের সামনে ওভার ব্রিজের ওপরে মারপিট করে। তারই জেরে আজকে এই ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, সিটি কলেজের শিক্ষার্থীদের পুলিশ কিছু না বলে আমাদের ওপর সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং ব্যাপক লাঠিপিটা করে। এতেই আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছে। যেসব পুলিশ আমাদের পিটিয়ে আহত করেছে আমরা তাদের পদত্যাগ চাই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ঢাকা কলেজ ও সিটি কলেজে সংঘর্ষে শিক্ষার্থী সাংবাদিকসহ আহত ১৩ জন হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। তাদের ভিবিন্ন জনের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এদেরে মধ্যে সিটি কলেজের শিক্ষার্থী শামীমের কোমরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। বেশিরভাগ শিক্ষার্থীই চিকিৎসা নিয়ে চলে গেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা কলেজ-সিটি কলেজ ৩ দফা সংঘর্ষে আহত ১৩, সিটি কলেজ ২দিন বন্ধ ঘোষনা

আপডেট সময় : ০৬:২১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

দিনভর আজ মঙ্গলবার রাজধানীর সায়েন্সল‍্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ  হয়। এতে শিক্ষার্থী, সাংবাদিকসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। দুপুর থেকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এর ফলে বিকালের দিকে সিটি কলেজ ২দিন বন্ধ ঘোষনা করেছে কতৃপক্ষ। 

আহতরা হলেন- ঢাকা কলেজের মো. নাজমুস সাকিব (১৮), রাজিন (১৮), ফাহাদ মহাজন (১৭), ফজলে হাসান (২৪), আদিব (২২), লিওন (২৫), তানভীর ইসলাম তুহিন (২৪), সাফাত (১৮) ও নিবিড় তালুকদার (১৮), সিটি কলেজের মো. শামীম (১৮), চন্দ্রিমা মার্কেটের কর্মচারী সানি (৩০), দৈনিক সকাল পত্রিকার সাংবাদিক ইসমাইল সরকার (২৫), ও সিয়াম (১৭) নামের একজন।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, গতকাল সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের ২৬ ব্যাচের একাদশ শ্রেণির শিক্ষার্থীকে তার মায়ের সামনে ওভার ব্রিজের ওপরে মারপিট করে। তারই জেরে আজকে এই ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, সিটি কলেজের শিক্ষার্থীদের পুলিশ কিছু না বলে আমাদের ওপর সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং ব্যাপক লাঠিপিটা করে। এতেই আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছে। যেসব পুলিশ আমাদের পিটিয়ে আহত করেছে আমরা তাদের পদত্যাগ চাই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ঢাকা কলেজ ও সিটি কলেজে সংঘর্ষে শিক্ষার্থী সাংবাদিকসহ আহত ১৩ জন হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। তাদের ভিবিন্ন জনের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এদেরে মধ্যে সিটি কলেজের শিক্ষার্থী শামীমের কোমরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। বেশিরভাগ শিক্ষার্থীই চিকিৎসা নিয়ে চলে গেছেন।