ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এনসিপি’র দাবিতে ব্যত্যয় ঘটার কারণ নেই, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের রাজনৈতিক দলগুলোর বড় অংশ ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি করে আসছে অন্তর্বর্তী সরকারের কাছে। কিন্তু ইউনুস সরকার সে সময়টা জুন পর্যন্ত বেধে দিয়েছেন। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তাপ হাওয়া বইছে। নাগরিক সমাজে এ নিয়ে  নানা আলোচনা-সমালোচনা চলছে। এক পক্ষের আলোচনায় উঠে আসছে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতেই এতো সবফন্দি! আরেক পক্ষের সমালোচনা দেখা মিলছে সন্ত্রাস,দূর্ণীতি ও চাঁদামুক্ত বাংলাদেশ গড়তে ড.ইউনুসকে আরো সময় দেয়ার পক্ষে। সব কিছু মিলে প্রধান রাজনৈতিক দল বিএনপি’র ভিতর আতঙ্ক ধরেছে বলেও সাদারণ নাগরিকের আলোচনায় উঠে আসছে। এদিকে ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি’র পক্ষ থেকে বিএনপিকে ঘিরে যে মন্তব্য করেছে তাতে সন্দেহের তীর দেখতে পারছেন অনেকে। সব কিছু মিলে দেশের রাজনীতির মাঠ ক্রমান্বয়ে গরম হয়ে উঠছে।

তবে কোন কিছুতে হতাশ না হওয়ার আহবান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, জাতীয় নাগরিক কমিটি বা এনিসিপির দাবির কারণে নির্বাচনের ঘোষণার ব্যত্যয় ঘটার কারণ নেই। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘গত ৮ আগস্টের পরিপ্রেক্ষিত আর আজকের পরিপ্রেক্ষিত বেশ ভিন্ন। তখন আমরা একরকম মানসিক অবস্থায় ছিলাম। এখন একটা অবস্থায় এসেছি।’

তিনি আরও বলেন, ‘সরকারপ্রধান থেকে স্পষ্ট করা হয়েছে যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। এখন এটুকুই আমাদের কর্ম প্রাধিকারের মধ্যে আছে।’

নির্বাচন বিষয়ক এনসিপির দাবি সংক্রান্ত সাংবাদিকের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘এনসিপি রাজনৈতিক অবস্থান থেকে তাদের রাজনীতি করে। তাদের দাবি তারা কীভাবে আদায় করবে সেটা তাদের ব্যাপার। এটার সঙ্গে সরকারের নির্বাচনের ঘোষণার কোনো ব্যত্যয় ঘটার কোনো কারণ আমি দেখি না।’

তিনি আরও বলেন, ‘সরকার বলবে নির্বাচন কখন হবে, সেই মোতাবেক নির্বাচন কমিশন নিশ্চয়ই প্রস্তুতি নেবে। এনসিপির দাবি অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আলোচ্য বিষয় নয়।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এনসিপি’র দাবিতে ব্যত্যয় ঘটার কারণ নেই, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন

আপডেট সময় : ০৮:১৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

দেশের রাজনৈতিক দলগুলোর বড় অংশ ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি করে আসছে অন্তর্বর্তী সরকারের কাছে। কিন্তু ইউনুস সরকার সে সময়টা জুন পর্যন্ত বেধে দিয়েছেন। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তাপ হাওয়া বইছে। নাগরিক সমাজে এ নিয়ে  নানা আলোচনা-সমালোচনা চলছে। এক পক্ষের আলোচনায় উঠে আসছে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতেই এতো সবফন্দি! আরেক পক্ষের সমালোচনা দেখা মিলছে সন্ত্রাস,দূর্ণীতি ও চাঁদামুক্ত বাংলাদেশ গড়তে ড.ইউনুসকে আরো সময় দেয়ার পক্ষে। সব কিছু মিলে প্রধান রাজনৈতিক দল বিএনপি’র ভিতর আতঙ্ক ধরেছে বলেও সাদারণ নাগরিকের আলোচনায় উঠে আসছে। এদিকে ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি’র পক্ষ থেকে বিএনপিকে ঘিরে যে মন্তব্য করেছে তাতে সন্দেহের তীর দেখতে পারছেন অনেকে। সব কিছু মিলে দেশের রাজনীতির মাঠ ক্রমান্বয়ে গরম হয়ে উঠছে।

তবে কোন কিছুতে হতাশ না হওয়ার আহবান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, জাতীয় নাগরিক কমিটি বা এনিসিপির দাবির কারণে নির্বাচনের ঘোষণার ব্যত্যয় ঘটার কারণ নেই। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘গত ৮ আগস্টের পরিপ্রেক্ষিত আর আজকের পরিপ্রেক্ষিত বেশ ভিন্ন। তখন আমরা একরকম মানসিক অবস্থায় ছিলাম। এখন একটা অবস্থায় এসেছি।’

তিনি আরও বলেন, ‘সরকারপ্রধান থেকে স্পষ্ট করা হয়েছে যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। এখন এটুকুই আমাদের কর্ম প্রাধিকারের মধ্যে আছে।’

নির্বাচন বিষয়ক এনসিপির দাবি সংক্রান্ত সাংবাদিকের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘এনসিপি রাজনৈতিক অবস্থান থেকে তাদের রাজনীতি করে। তাদের দাবি তারা কীভাবে আদায় করবে সেটা তাদের ব্যাপার। এটার সঙ্গে সরকারের নির্বাচনের ঘোষণার কোনো ব্যত্যয় ঘটার কোনো কারণ আমি দেখি না।’

তিনি আরও বলেন, ‘সরকার বলবে নির্বাচন কখন হবে, সেই মোতাবেক নির্বাচন কমিশন নিশ্চয়ই প্রস্তুতি নেবে। এনসিপির দাবি অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আলোচ্য বিষয় নয়।’