ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নেত্রকোণায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া, আরও একজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকেলেউপজেলার বিভিন্ন এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।

তিন কৃষক হলেন—উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের সামবর মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৩২), কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রমজান আলীর ছেলে কবির হোসেন (৪৫) ও নগর ইউনিয়নের হায়াতপুর গ্রামের বাসিন্দা রাখাল সরকার (৬২)। বজ্রপাতে রসুলপুর গ্রামের রাশেদ মিয়ার ছেলে রানু মিয়া (৪৫) দগ্ধ হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রসুলপুর গ্রামের দক্ষিণে লেংরি হাওরে সকাল থেকেই বোরো খেতে কৃষকরা কাজ করছিলেন। বিকেল সোয়া ৫টার দিকে তারা যখন ফিরতে শুরু করেন, সে সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। নিজাম ও রানু দগ্ধ হলে গ্রামবাসী তাদের খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নিজামকে মৃত ঘোষণা করেন এবং রানুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

প্রায় একই সময়ে কৃষ্ণপুরের ছায়া হাওরে বজ্রপাতে দগ্ধ হন কবির। গ্রামবাসী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হায়াতপুর গ্রামের বাসিন্দারা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে গরু নিয়ে ফিরছিলেন রাখাল সরকার। সে সময় বজ্রপাতে দগ্ধ হলে গ্রামবাসী তাকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নগর ইউনিয়ন পরিষদের সদস্য সঞ্জয় সরকার ও খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উজ্জ্বল হোসাইন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেত্রকোণায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

আপডেট সময় : ১২:২২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া, আরও একজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকেলেউপজেলার বিভিন্ন এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।

তিন কৃষক হলেন—উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের সামবর মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৩২), কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রমজান আলীর ছেলে কবির হোসেন (৪৫) ও নগর ইউনিয়নের হায়াতপুর গ্রামের বাসিন্দা রাখাল সরকার (৬২)। বজ্রপাতে রসুলপুর গ্রামের রাশেদ মিয়ার ছেলে রানু মিয়া (৪৫) দগ্ধ হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রসুলপুর গ্রামের দক্ষিণে লেংরি হাওরে সকাল থেকেই বোরো খেতে কৃষকরা কাজ করছিলেন। বিকেল সোয়া ৫টার দিকে তারা যখন ফিরতে শুরু করেন, সে সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। নিজাম ও রানু দগ্ধ হলে গ্রামবাসী তাদের খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নিজামকে মৃত ঘোষণা করেন এবং রানুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

প্রায় একই সময়ে কৃষ্ণপুরের ছায়া হাওরে বজ্রপাতে দগ্ধ হন কবির। গ্রামবাসী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হায়াতপুর গ্রামের বাসিন্দারা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে গরু নিয়ে ফিরছিলেন রাখাল সরকার। সে সময় বজ্রপাতে দগ্ধ হলে গ্রামবাসী তাকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নগর ইউনিয়ন পরিষদের সদস্য সঞ্জয় সরকার ও খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উজ্জ্বল হোসাইন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।