বাফুফে চাইলে আবারো সাফের সভাপতি পদে দাড়াতে পারবেন সালাউদ্দিন

- আপডেট সময় : ১২:৪৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ৪৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চাইলে আবারো সাফের সভাপতি পদে দাড়াতে পারবেন কাজী সালাউদ্দিন। বাফুফের চারবারের সাবেক সভাপতি দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)ও সভাপতি পদে বহাল আছেন চারবার। সর্বশেষ সভাপতি হন ২০২২ সালে। যার মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালে। পঞ্চমবার তার এই পদে দাড়ানোর জন্য দুটি প্রতিবন্ধকতা রয়েছে। প্রথমটি হচ্ছে বয়স,দ্বিতীয়টি হচ্ছে বাফুফে থেকে অনুমোদন পাওয়া।
সাফের গঠনতন্ত্রে নির্বাচনে বয়সের সীমা ছিল ৭০ বছর। ২০২৬ সালে কাজী সালাউদ্দিনের বয়স হবে ৭২ বছর। চাইলেই তিনি নির্বাচন করতে পারতেন না। তবে, কিছুদিন আগে থেকেই গুঞ্জন ছড়াচ্ছে গঠনতন্ত্র সংশোধনীর মধ্যদিয়ে বয়সের এই সীমা তুলে নিতে যাচ্ছে সাফ।
শুক্রবার শ্রীলংকার রাজধানী কলম্বোয় হয়েছে সাফের বিশেষ সাধারণ সভা। কাজী মো. সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় গঠনতন্ত্রের ধারা ৩১.৫ বাতিল করা হয়েছে, যে ধারায় নির্বাচনের বয়সের সীমারেখা টানা ছিল।
কাজী মো. সালাউদ্দিন যদি পঞ্চমবারের মতো সাফের সভাপতি নির্বাচন করতে চান এবং বাফুফে তাকে সভাপতি প্রার্থী হিসেবে নির্বাচনে মনোনয়ন দেয় তাহলে তিনি ভোটে দাঁড়াতে পারবেন। আগের চারবারই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন।
বিশেষ সাধারণ সভায় এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা উপস্থিত ছিলেন। তিনি এ অঞ্চলের ফুটবল উন্নয়নে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়ে বলেছেন, ‘ফুটবলের অব্যাহত বিকাশের জন্য শক্তিশালী এবং স্থিতিশীল নেতৃত্ব অপরিহার্য। আমি বিশ্বাস করি, এই কংগ্রেস এমন সিদ্ধান্ত নেবে যা এই অঞ্চলে ফুটবলের ভবিষ্যতের জন্য সর্বোত্তম হবে।’