অভিমান ভেঙ্গে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবেন ছেত্রী

- আপডেট সময় : ১২:২৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
- / ৮০ বার পড়া হয়েছে
ভারতের কিংবদন্তি ফুটবলার সুনিল ছেত্রি । অভিমান করে ফুটবল ছেড়ে অবসরে যান। অবশেষে অবসর ভেঙে ফের জাতীয় দলে ফিরে এসেছেন। চলতি মাসে এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশের বিপক্ষে খেলবেন। বাংলাদেশ ও মালদ্বীপের বিপক্ষে খেলার জন্য তাকে ভারতীয় দলেও রাখা হয়েছে।
বাংলাদেশ দলে বাংলাদেশী বংশোদ্ভত ব্রিটিশ নাগরিক হামজা বাংলাদেশের হয়ে খেলার সংবাদ ঘুম হারাম হয়ে যায় ভারতীয় ফুটবলে। হামজা ইংলিশ লিগের খেলোয়াড়। তাই বাংলাদেশের বিপক্ষে শক্ত প্রতিপক্ষ হয়ে দাড়াতে অবসরে যাওয়া সুনীল ছেত্রীকে পুনরায় দলে ফিরালেন ভারতীয় ফুটবল ফেডারেশন।
ভারতীয় ফুটবলে ছেত্রী অনেক সাফল্যের নায়ক। তার অনুপস্থিতি ছিলো বাংলাদেশের জন্যও স্বস্তির। তার উপস্থিতিতে এবার ভাবনা বেড়ে গেছে লাল সবুজ দলের।
ভারতের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ছেত্রি। তার ৯৪ গোল আন্তর্জাতিক ফুটবলেও চতুর্থ সর্বোচ্চ। এই রেকর্ডে তার উপরে আছেন কেবল ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও আলি দাই।
জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল খেলে যাচ্ছিলেন ৪০ পেরুনো তারকা। ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এফসির হয়ে চলতি মৌসুমে সর্বোচ্চ ১২ গোল করেন তিনি। ছেত্রীর অবসরের ধাক্কায় ভারতীয় দল আক্রমণভাগে ভুগছিলো। সাবেক তারকা বাইচুং ভুটিয়াও মনে করছিলেন এই অবস্থায় ছেত্রির ফেরা উচিত।
শিলংয়ে আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর।