ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘তিনটি মোটরসাইকেলে ৭ জন এসে গুলি করে, তখন দৌড়াতে থাকি’

অপরাধ প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১২৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘বাসার গেটে মোটরসাইকেল রাখামাত্র তিনটি মোটরসাইকেলযোগে সাতজন এসে আমাকে গুলি করে। তখন আমি দৌড়াতে থাকি। তারা মোটরসাইকেল নিয়ে ব্যারিকেড দিয়ে সোনাসহ টাকার ব্যাগটি ছিনিয়ে পালিয়ে যায়।’

ঢাকার বনশ্রী ডি ব্লকে ৭ নম্বর বাসায় গুলি করে স্বর্ণালংকার লুট করার ঘটনার এমন ভয়ংকর অভিজ্ঞতা জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ী মো. আনোয়ার (৪৩)। গতকাল রোববার রাত ১০টা ৪০ মিনিটে দোকান বন্ধ করে ডি ব্লকে বাসায় ফেরার সময় এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

মো. আনোয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই তাঁর সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর দুই ঊরুতে দুটি ও অণ্ডকোষের নিচে একটি গুলি লাগে। হা, পা ও ঊরুতেও সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে রেখে যায়। পরে স্বজনেরা রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আনোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রোববার রাতে বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারকে গুলি করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, দোকান থেকে বাসায় ফেরার পথে তাঁর ওপর হামলা হয়।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ গতকাল বলেন, ওই ব্যবসায়ীর দোকান বনশ্রী ডি ব্লকে। প্রতিদিন তিনি দোকান থেকে রাতে বাসায় ফেরেন। গতকাল বাসায় যাওয়ার সময় তাঁকে তিনটি মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা ঘিরে ধরে। এ সময় তাঁর কাছে থাকা স্বর্ণালংকার লুট করা হয়।

ওসি আতাউর রহমান আরও বলেন, আনোয়ারকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে এবং ছুরিকাঘাত করে। তাঁর শরীরে গুলি ও কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক বা চিহ্নিত করা যায়নি।

ওই ব্যবসায়ী পুলিশের কাছে দাবি করেছেন, তাঁর কাছ থেকে ২০০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘তিনটি মোটরসাইকেলে ৭ জন এসে গুলি করে, তখন দৌড়াতে থাকি’

আপডেট সময় : ০২:০১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

‘বাসার গেটে মোটরসাইকেল রাখামাত্র তিনটি মোটরসাইকেলযোগে সাতজন এসে আমাকে গুলি করে। তখন আমি দৌড়াতে থাকি। তারা মোটরসাইকেল নিয়ে ব্যারিকেড দিয়ে সোনাসহ টাকার ব্যাগটি ছিনিয়ে পালিয়ে যায়।’

ঢাকার বনশ্রী ডি ব্লকে ৭ নম্বর বাসায় গুলি করে স্বর্ণালংকার লুট করার ঘটনার এমন ভয়ংকর অভিজ্ঞতা জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ী মো. আনোয়ার (৪৩)। গতকাল রোববার রাত ১০টা ৪০ মিনিটে দোকান বন্ধ করে ডি ব্লকে বাসায় ফেরার সময় এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

মো. আনোয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই তাঁর সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর দুই ঊরুতে দুটি ও অণ্ডকোষের নিচে একটি গুলি লাগে। হা, পা ও ঊরুতেও সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে রেখে যায়। পরে স্বজনেরা রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আনোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রোববার রাতে বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারকে গুলি করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, দোকান থেকে বাসায় ফেরার পথে তাঁর ওপর হামলা হয়।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ গতকাল বলেন, ওই ব্যবসায়ীর দোকান বনশ্রী ডি ব্লকে। প্রতিদিন তিনি দোকান থেকে রাতে বাসায় ফেরেন। গতকাল বাসায় যাওয়ার সময় তাঁকে তিনটি মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা ঘিরে ধরে। এ সময় তাঁর কাছে থাকা স্বর্ণালংকার লুট করা হয়।

ওসি আতাউর রহমান আরও বলেন, আনোয়ারকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে এবং ছুরিকাঘাত করে। তাঁর শরীরে গুলি ও কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক বা চিহ্নিত করা যায়নি।

ওই ব্যবসায়ী পুলিশের কাছে দাবি করেছেন, তাঁর কাছ থেকে ২০০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়া হয়েছে।